যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ এর স্বামী, ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৯ বছর।
বাকিংহাম প্যালেস থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। রাজপ্রসাদের বিবৃতিতে বলা হয়,“কুইন এলিজাবেথ গভীর দুঃখের সাথে জানাচ্ছেন যে, তার প্রিয়তম স্বামী প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ সকালে উইন্ডসর ক্যাসলে রয়্যাল হাইনেস দ্যা প্রিন্স মৃত্যুবরণ করেন।
ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসের একটি দীর্ঘ অংশ জুড়ে রয়েছেন প্রিন্স ফিলিপ। সম্প্রতি তিনি সংক্রমণ জনিত কারণে কিং এডওয়ার্ড সপ্তম হসপিটাল এবং সেন্ট বার্থোমিউজ হসপিটালে চিকিৎসা গ্রহণ করেন।
প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে রানী এলিজাবেথের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাত্র ৫ বছর আগে রাণী ক্ষমতায় আসেন। ব্রিটিশ ইতিহাসে এই দম্পতি দীর্ঘতম জুটি।
সত্তর বছরেরও বেশি সময় ধরে প্রিন্স ফিলিপ রাণী এলিজাবেথ এর জীবন সঙ্গী ছিলেন। রাণী দ্বিতীয় এলিজাবেথ তার ৭০ তম বিয়ে বার্ষিকীতে বলেছিলেন, প্রিন্স ফিলিপ হচ্ছেন তার শক্তির উৎস।
তাদের ৪ সন্তান, ৮ নাতি-নাতনি এবং নাতি-নাতনিদের আরো ১০ সন্তান রয়েছেন।