বেলজিয়াম শাখা আওয়ামী যুবলীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বলেজিয়ামে সফররত সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্সে আগমন উপলক্ষে সম্প্রতি এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রাজধানী ব্রাসেলসের একটি অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বেলজিয়াম শাখা যুবলীগের সভাপতি মামুন মীর মোহাম্মদ ফারুক। পরিচালনা করেন বেলজিয়াম শাখা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেলজিয়াম, লুক্সেমবার্গ ও ইইউ-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুন অর রশিদ, ড. সাজ্জাদ হায়দার লিটন, সাংগঠনিক সম্পাদক ড. রেজাউল কবির, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. জহুরুল ইসলাম মিল্টন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তা হোসেন চৌধুরী, কামাল ও সদস্য সাজু শাহা।
অনুষ্ঠানে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগের সকল নেতাকর্মীকে ন্যায় ও সততার মাধ্যমে কাজ করতে হবে। পাশাপাশি দ্বিধাবিভক্তি ভুলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- শহীদুল হক শহীদ, বজলুর রশিদ বুলু, আব্দুস সালাম, বাবু নিরঞ্জন রায়, হুমায়ূন মাকসুদ হিমু, দাউদ খান সোহেল, আখতারুজ্জামান, জহির খান, রাবেয়া জামান, সাবেরা জামান, দিলরুবা মিলি, রানা মুর্তজা ও মিঠুন রায়সহ বেলজিয়াম আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।