নেত্রকোনার কলমাকান্দায় করোনা ভাইরাসের(কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ কর্মসূচি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউটিসিএল।
উপজেলার নাজিরপুর বাজার থেকে শুরু করে রহিমপুর, রামপুর, হরিপুর ও চকবাজারসহ বিভিন্ন বাজার ও রাস্তাঘাটে লোকজনেদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়।
বুধবার (২৪ মার্চ) স্বেচ্ছাসেবী দল এ কর্মসূচি শুরু করে । এ কর্মসূচির আওতায় কলমাকান্দা উপজেলার প্রায় ১ হাজার মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করাসহ মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণে আর্থিকভাবে সহায়তা করেন ২ নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল।
এ বিষয়ে জানতে চাইলে, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম ৫২ বাংলাটিভিকে জানান, ২০২১ সালের মার্চ মাসের শুরু থেকেই বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমণের হার বাড়তে থাকে। এমতাবস্থায় করোনার সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতেই আমাদের এ উদ্যোগ। । সুতরাং সবাই সচেতন হোন, করোনা ভাইরাস প্রতিরোধ করুন।