বুধবার, ১৯ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ধর্মীয় উগ্রবাদ ঠেকাতে না পারলে ফের গণতন্ত্রের কবর হবে: তারেক রহমান  » «   জাতীয় পার্টির ইফতারে হামলা: দেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এই সরকার দ্রুত বিদায় নিলেই মঙ্গল: জি এম কাদের  » «   আবার ‘জিয়া উদ্যান’ হলো ‘চন্দ্রিমা উদ্যান’  » «   বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধে বাবার নাম ‘চান না’ সিলেটের আতাউর  » «   মহাসড়কে প্রবাসী গাড়ি টার্গেট করে ডাকাতি : নজরদারি বাড়ানের দাবি, অতিরিক্ত ৭০০ পুলিশ মোতায়েন  » «   রাজধানীতেই আরেকটি বিশ্ববিদ্যালয়! অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’  » «   আরসা প্রধান জুনুনিকে গ্রেপ্তারের দাবি র‌্যাবের  » «   হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক: মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা  » «   দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন  » «   বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড  » «   রেমিটেন্সের নামে এক ব্যক্তি এনেছেন ৭৩০ কোটি টাকা!  » «   সিলেটে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী, বললেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু’  » «   এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই  » «   জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি  » «   অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

আকাশে উড়ছে জুলহাসের প্লেন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের চার দিনের মাথায় আবারও আকাশে উড়লো জুলহাস মোল্লার প্লেনটি। রবিবার (৯ মার্চ ২০২৫) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ যমুনার চরে ওড়ানো হয়েছে এই আকাশযান। এ সময় বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুকসহ সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, জুলহাসের যানটি তৈরিতে যে গবেষণা হয়েছে তা কীভাবে আরও উন্নতি ঘটানো যায় সে বিষয়ে সবাই কাজ করবো। সেই সঙ্গে তার একাডেমিক যেসব রিসোর্স ও কারিগরি সহযোগিতা প্রয়োজন সে বিষয়ে সহযোগিতা করবো।

এ সময় বিসিএল অ্যাভিয়েশনের আর ৬৬ নামের একটি হেলিকপ্টারে মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়ে বেড়ান জুলহাস। পাশাপাশি বিমানের বিষয়ে নানা পরামর্শ দেন তাকে।

পরে বঙ্গ টিস নামের একটি সফটওয়্যার তৈরি প্রতিষ্ঠান জুলহাসের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন।

ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, জুলহাসের যে কাজ তা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হবে। এ জন্য তাকে লেখাপড়া করতে হবে। লাইসেন্সের জন্য প্রাইভেটে পড়তে অন্তত ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ হয়। সেখানে আর্থিকভাবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বুয়েট কিংবা অ্যাভিয়েশন থেকে তার পাশে দাঁড়াতে হবে। আমি ওর (জুলহাস) বিষয়ে সবসময় খোঁজখবর রাখবো। মূলত জুলহাসের প্লেন দেখতে ও তার কাজ উদ্বুদ্ধ করতেই আমার এখানে আসা।

জুলহাস মোল্লা বলেন, ‘ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার আমার একটি স্বপ্ন পূরণ করেছেন। তাদের হেলিকপ্টারে আমার মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়িয়ে আমার নিজ গ্রাম দেখিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই বিভিন্ন সময় কাজের বিষয়ে সহযোগিতা নিয়েছি। আগামীতে আমার গবেষণা চালিয়ে যেতে চাই।

জুলহাস আরও বলেন, ‘আমিও চাই, আমার তৈরি বিমান একদিন দেশ-বিদেশে উড়ে বেড়াবে।’

পরে জুলহাস আগত দর্শনার্থীদের হতাশ না করে এক মিনিটের জন্য তার প্লেনটি আকাশে দ্বিতীয়বারের মতো উড্ডয়ন করেন।

উল্লেখ্য, মাত্র দেড় লাখ টাকা খরচ করে জুলহাস গত কয়েকদিন আগে আরসি মডেলের একটি প্লেন তৈরি করে তা আকাশে উড়িয়ে দেশে আলোচনায় আসেন। তার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ তাকে দেখতে তার কাছে ছুটে আসছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই ভাইরাল হয়ে যান। কয়েকদিন আগে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিনিধি দল পাঠিয়ে জুলহাসকে ৫০ হাজার টাকা অনুদান দেন। জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলা ষাইট ঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন