হাইডের প্রবীণ ব্যক্তিত্ব প্রয়াত আলহাজ আব্দুল গফুর এবং কারী আব্দুল গফুর সাহেব স্মরণে ”স্মরণ সভা এবং দোয়া মাহফিলের” আয়োজন করা হয়। হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্টানের শুরুতে পবিত্র কোরান থেকে তিলায়াত করেন হাফেজ সাজ্জাদুর রহমান।
এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলী রেজার পরিচালনায় এতে সভাপতিত্ব করেন হাইড ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব আব্দুল মোছাব্বির। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওল্ডহাম সেন্ট্রাল মসজিদের খতিব জনাব মুফতী শাহজান মাহমুদ। স্মরণ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাইড জামে মসজিদের চেয়ারম্যান মো: মুজিবুল হক,কমিউনিটি ব্যক্তিত্ব মো: ফারুক আহমেদ এম,বি ই, হাজী আসলনদর আলী, হাজী আব্দুল হাশিম, হাজী মবশর উল্লাহ, ফারুক যোশী, এবং হাইড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হামিদ, সহ-সভাপতি জনাব খছরু উল্লা সহ অনেকে।
সভায় প্রয়াতদের কর্মজীবনী এবং তাদের অবদান নিয়ে আলোচনা করা হয়,সভা শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে সকল মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ওল্ডহাম সেন্ট্রাল মসজিদের সম্মানীত খতিব জনাব মুফতী শাহজান মাহমুদ সাহেব।