বুধবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা যায়, ইউনিয়ন পরিষদের সদস্যরা চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে রাখছেন। পরে চেয়ারম্যান ওই তালা ভাঙার চেষ্ঠা করে ব্যর্থ হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে হাতুড়ি দিয়ে চেয়ারম্যান তালা ভেঙ্গে তাঁর কক্ষে প্রবেশ করেন।
ইউপি সদস্য গােলাম হােসেন, গিয়াস উদ্দিন, সরজিত সাহা অনল, ফরিদ মিয়া ও মঞ্জিল খাঁ জানান, চেয়ারম্যান প্রত্যক বাড়ি থেকে ১শ” টাকা কর আদায় করে মােট ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন। তাছাড়া নানিয়া ফেরিঘাট থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয়া, ৪ বছর ৫ মাস ধরে ট্রেড লাইসন্সের কােন হিসাব নিকাশ সদস্যকে না দেয়া ও পরিষদের রেজুলশন ছাড়া চেয়ারম্যান ৯টি গভীর নলকুপ তার আত্মীয়-স্বজনর নাম তালিকা জমা দেন। তাই সকল সদস্য মিল তারা এই তালা ঝুলিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্তপক্ষর কাছে লিখিত অভিযােগ জমা দেয়া হবে বলেও তারা জানান।
১নং কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গােলাম মৌলা ৫২ বাংলাটিভি কে জানান, তার বিরুদ্ধে আনা অভিযােগ সম্পূর্ণ মিথ্যা ও বানােয়াট। গােলাম হােসেন, ফরিদ মিয়া ও মঞ্জিল খাঁসহ কয়েকজন ইউপি সদস্য তার বিরুদ্ধে অপপ্রচার চালানােসহ বিভিন্ন সময় তাকে হয়রানি করেছে। আমি প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাে. সােহেল রানা ৫২ বাংলাটিভি কে বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা আমার কার্যালয়ে এসেছেন। তাদের সাথে কথা বলে প্রয়ােজনীয় ব্যবস্থা নেয়া হবে।