­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «  

কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা



নেত্রকােণার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান শেখ গােলাম মৌলা’র কক্ষে তালা ঝুলিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা যায়, ইউনিয়ন পরিষদের সদস্যরা চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে রাখছেন। পরে চেয়ারম্যান ওই তালা ভাঙার চেষ্ঠা করে ব্যর্থ হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে হাতুড়ি দিয়ে চেয়ারম্যান তালা ভেঙ্গে তাঁর কক্ষে প্রবেশ করেন।

ইউপি সদস্য গােলাম হােসেন, গিয়াস উদ্দিন, সরজিত সাহা অনল, ফরিদ মিয়া ও মঞ্জিল খাঁ জানান, চেয়ারম্যান প্রত্যক বাড়ি থেকে ১শ” টাকা কর আদায় করে মােট ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন। তাছাড়া নানিয়া ফেরিঘাট থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয়া, ৪ বছর ৫ মাস ধরে ট্রেড লাইসন্সের কােন হিসাব নিকাশ সদস্যকে না দেয়া ও পরিষদের রেজুলশন ছাড়া চেয়ারম্যান ৯টি গভীর নলকুপ তার আত্মীয়-স্বজনর নাম তালিকা জমা দেন। তাই সকল সদস্য মিল তারা এই তালা ঝুলিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্তপক্ষর কাছে লিখিত অভিযােগ জমা দেয়া হবে বলেও তারা জানান।

১নং কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গােলাম মৌলা ৫২ বাংলাটিভি কে জানান, তার বিরুদ্ধে আনা অভিযােগ সম্পূর্ণ মিথ্যা ও বানােয়াট। গােলাম হােসেন, ফরিদ মিয়া ও মঞ্জিল খাঁসহ কয়েকজন ইউপি সদস্য তার বিরুদ্ধে অপপ্রচার চালানােসহ বিভিন্ন সময় তাকে হয়রানি করেছে। আমি প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাে. সােহেল রানা ৫২ বাংলাটিভি কে বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা আমার কার্যালয়ে এসেছেন। তাদের সাথে কথা বলে প্রয়ােজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন