রাজধানী প্যারিসের পুলিশ সদর দফতরে ছুরিকাঘাতে হামলায় কমপক্ষে চার কর্মকর্তা নিহত হয়েছেন। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে প্যারিস ৪ এরিয়ায় ফ্রান্স পুলিশ হেডকোয়ার্টারে ধারালো ছুরি হাতে এক সন্ত্রাসী পুলিশ হেডকোয়ার্টারে দ্রুত ঢুকতে চায়। তাকে বাঁধা দিলে ছুরি দিয়ে পর পর কয়েকজন ফরাসি পুলিশকে আঘাত করে তাতে তাৎক্ষনিক ২ পুলিশ নিহত হয় এবং আহত হয় বেশ কয়েকজন হামলাকারী। প্রিফেকচারের একজন নিরাপত্তা কর্মকর্তাও মারা গিয়েছেন বলে জানা যায় ।
পুলিশের একটি সূত্র জানিয়েছে , এটি সন্ত্রাসবাদের সাথে আপাত কোনও যোগসূত্র নেই, আক্রমণটি কোনও ব্যক্তিগত সম্পর্কে সম্পর্কিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তাজনিত কারণে পুলিশ সদর দফতর আশেপাশেরে স্ট্রিটগুলো এবং নিকটতম মেট্রো স্টেশন সিলবন্ধ করে রেখেছে।
ফ্রান্স স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন , হামলাকারী ২০০৩ সাল থেকে পুলিশ সদরদপ্তরে প্রশাসনিক কাজ করে আসছিল ৷ তবে গত ১৬ বছরে কখনো তার মধ্যে অপরাধপ্রবণতা লক্ষ্য করা যায়নি ৷ প্যারিসের প্রসিকিউটর রেমি হেইৎস জানান, হামলার উদ্দেশ্য জানতে ৪৫ বছর বয়সি হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ৷ তিনি আরো জানান, হামলায় নিহতদের একজন নারী৷
ইতিমধ্যে প্যারিস ৪ এরিয়ার কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে ফ্রান্স পুলিশ । এছাড়া প্যারিসের ট্রেন, মেট্রো, ট্রাম, বাস ষ্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে । নজরদারী ও তল্লাসী চালানো হচ্ছে সব জায়গায়।