‘সহজ কথা সহজ ভাবে বুঝাতে ছড়া সহজ মাধ্যম। অল্প কয়েক লাইনের ছড়ার জন্য অনেক ছড়াকার বিখ্যাত হয়েছেন। মানুষের মুখে মুখে এসব ছড়া বেচে আছে’ ।সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি ছড়াকার জয়নাল আবেদিন জুয়েল এ কথা বলেছেন।
২৯ সেপ্টেম্বর শনিবার সিলেট শহরের সুরমা মার্কেটে সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকা অফিসে ছড়ালয় সংকলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। ছড়ালয় সিলেট এর সভাপতি কাজী শাহেদ বিন জাফর এর সভাপতিত্বে এবং হোছাইন আহমদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ছড়ামঞ্চ সিলেট এর সভাপতি সিরাজ উদ্দিন শিরুল।
বিশেষ অতিথি ছিলেন ওসমানী গবেষক লেখক মোহাম্মদ ফয়জুর রহমান, একাত্তর টিভির আরব আমিরাত প্রতিনিধি ছড়াকার লুৎফুর রহমান, শীতলপাটি সম্পাদক ছড়াকার ইমন শাহ এবং সুরমা সাহিত্য পরিষদ এর সভাপতি ছড়াকার দেব্ব্রত রায় দীপন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছড়ালয় সম্পাদক কয়েস আহমদ মাহদী। ছড়া পাঠ করেন শামীমা রীতু, এস এ রায়হান সহ অনেকে। অনুষ্ঠানে ছড়ালয় এর প্রথম সংখ্যা বঙ্গবীর ওসমানীকে নিবেদন করা হয়েছে। দেশের নামকরা ছড়াকারদের পাশাপাশি নবীন ছড়াকারের ওসমানী নিয়ে লেখা দিয়ে সাজানো হয়েছে এই সংখ্যা।