­
­
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «   যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কেন সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে  » «   ‘তৌহিদী জনতার’ হুমকি : এবার ঢাকায় নাটকের প্রদর্শনী বাতিল  » «   মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «  

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীর করোনা জয়
কর্মস্থলে যোগদান



কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী রেহানা পারভীন শিমু। ২০ জুন শনিবার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা- কর্মচারীরা ফুল ও মিষ্টিমুখ করে তাকে বরণ করে নেন।

বাসায় হোমআইসোলেশন থেকে চিকিৎসা নিয়েই সম্পূর্ণ সুস্থ হয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে এ স্বাস্থ্য সহকারী নিজেই এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সবার সহযোগীতায় সুস্থ হয়ে আবারো কর্মক্ষেত্রে যোগদান করেছি। সহকর্মীদের এমন আন্তরিকতার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. শাহনেওয়াজ রহমান বলেন, স্বাস্থ্য সহকারী রেহানা শারমিন সম্পুর্ণ   সুস্থ হয়ে মানুষকে সেবা দেওয়ার জন্য করোনা যুদ্ধে আবারো কর্মস্থলে যোগদান করেছেন।

তিনি বলেন,এ ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে সচেতনতাই একমাত্র অবলম্বন। স্বাস্থ্য সচেতনতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মাস্ক ব্যবহার করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতন হওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করেন।

উল্লেখ্য গত ২৭ মে পরীক্ষার পর রেহানা পারভীন শিমু এর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এদিকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মনিসর চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপজেলা স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য উপসহকারী,নার্স, সিএইচসিপি, ওয়ার্ডবয় ও ড্রাইবারসহ মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।

এদিকে গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৯০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন ও মারা গেছেন ৩ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন