মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯  » «   পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪  » «   অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্বে নৌবাহিনীর ড্রাই ডক  » «   পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করা হচ্ছে: মির্জা ফখরুল  » «   বিশেষ বিমানে গুজরাট থেকে আরও দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত  » «   জামায়াতের মঞ্চে ভোট বিপ্লবের আহ্বান জানিয়ে পুলিশ কর্মকর্তা বিপাকে  » «   যুদ্ধের পর প্রথম প্রকাশ্যে খামেনি  » «   মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশীরা দেশে ফিরে বিচারের মুখে  » «   সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন  » «   আল আইনে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত  » «   গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি  » «   রানওয়েতে বিকল বিমান, শাহ আমানতে ২ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ  » «   ভয়ঙ্কর তথ্য মালয়েশিয়া পুলিশ প্রধানের : সিরিয়া ও বাংলাদেশে ‘আইএস তহবিলে অর্থ পাঠাত’ গ্রেপ্তার বাংলাদেশিরা  » «   অভিবাসী তাড়াতে ফ্লোরিডায় ২০০ মেরিন সেনা মোতায়েন  » «   পাহাড়ে সেনা অভিযানে বিদ্রোহী কেএনএ কমান্ডার নিহত  » «  

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীর করোনা জয়
কর্মস্থলে যোগদান



কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী রেহানা পারভীন শিমু। ২০ জুন শনিবার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা- কর্মচারীরা ফুল ও মিষ্টিমুখ করে তাকে বরণ করে নেন।

বাসায় হোমআইসোলেশন থেকে চিকিৎসা নিয়েই সম্পূর্ণ সুস্থ হয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে এ স্বাস্থ্য সহকারী নিজেই এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সবার সহযোগীতায় সুস্থ হয়ে আবারো কর্মক্ষেত্রে যোগদান করেছি। সহকর্মীদের এমন আন্তরিকতার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. শাহনেওয়াজ রহমান বলেন, স্বাস্থ্য সহকারী রেহানা শারমিন সম্পুর্ণ   সুস্থ হয়ে মানুষকে সেবা দেওয়ার জন্য করোনা যুদ্ধে আবারো কর্মস্থলে যোগদান করেছেন।

তিনি বলেন,এ ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে সচেতনতাই একমাত্র অবলম্বন। স্বাস্থ্য সচেতনতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মাস্ক ব্যবহার করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতন হওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করেন।

উল্লেখ্য গত ২৭ মে পরীক্ষার পর রেহানা পারভীন শিমু এর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এদিকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মনিসর চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপজেলা স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য উপসহকারী,নার্স, সিএইচসিপি, ওয়ার্ডবয় ও ড্রাইবারসহ মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।

এদিকে গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৯০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন ও মারা গেছেন ৩ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন