­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «  

ইতালিতে সরকারি গেজেট প্রকাশ, অবৈধ অনেকেই বঞ্চিত হবে নতুন আইনে



ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার আইনটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। বুধবার প্রকাশিত ওই গেজেটে শুধুমাত্র কৃষিকাজ এবং বাসা বাড়ির কাজ ও প্রবীণদের দেখাশোনার কাজ ছাড়া অন্যদের বৈধতার সুযোগ রাখা হয়নি। দেশটির কৃষিমন্ত্রী বলেছেন, আমাদের জানা তথ্যমতে অবৈধদের মধ্যে ২ লাখ অভিবাসীকে বৈধতার সুযোগ দেওয়া যাবে, যারা সত্যিকার অর্থেই কৃষিকাজ এবং বাসাবাড়ি ও প্রবীণদের দেখাশোনার কাজে জড়িত ছিল।

সরকারের দেওয়া তথ্যমতে, ইতালিতে প্রায় ছয় লাখ অবৈধ অভিবাসী রয়েছে। প্রায় ২ লাখ অভিবাসীকে বৈধতা দেওয়া হলে বাকি ৪ লাখ অবৈধ অধিবাসীর ভাগ্য অনিশ্চিত থেকে যাবে। তাদের মধ্যে প্রায় ২০ হাজার বাংলাদেশিও রয়েছে। তবে কিছু বাংলাদেশি এই বৈধতার সুযোগ পেতে পারে। গেজেটে বলা হয়েছে, চলতি বছরের, ৮ মার্চ এর পূর্ব থেকে যারা কাজ করতেন কেবলমাত্র তাদের মালিক কর্তৃপক্ষ আবেদন করার সুযোগ পাবে। ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ রাখা হয়েছে। দীর্ঘ আট বছর ধরে ইতালিতে অনেক বাংলাদেশী অবৈধভাবে অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ বৈধতার সুযোগ পেলেও অনেকের ভাগ্য অনিশ্চিত থেকে যাবে। প্রকাশিত আইনটি শিথিল না হলে কিংবা সকলের জন্য বৈধতার সুযোগ না দিলে অবৈধদের অবস্থা কি হবে তা এই মুহূর্তে বলা মুশকিল।

ইতালির বাংলাদেশী কমিউনিটির নেতা মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং আলমগীর হোসেন আলিাপচারতায় বলেন, অবৈধদের বৈধতা দেবার আইনটি সকলের জন্য উন্মুক্ত রাখা উচিত। তারা বিনাশর্তে সব অভিযোগের বৈধ করে নেওয়ার দাবি জানান। এই সুযোগে শ্রেণীর দালাল ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে প্রচারণা চালাচ্ছে। এ ব্যাপারে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন নেতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন