সারাবিশ্বে করোনাভাইরাস (কোভিড ১৯) প্রাদুর্ভাব কারণে প্রায়ই দেশে চলছে মেয়াদ দীর্ঘায়িত করে লকডাউন। আর লেবাননেও দীর্ঘ দুই মাসের অধিক সময় ধরে চলা লকডাউন ২১মে আবার মেয়াদ বাড়ানো হয়েছে আরও দুই সপ্তাহ।
এছাড়া লেবানন দীর্ঘ প্রায় ৭/৮ মাস ধরে চলছে অর্থনৈতিক,রাজনৈতিক ও ডলার সংকট। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের লকডাউন ঘোষণায় প্রবাসীরা কর্মহীন গৃহবন্দী অসহায় জীবন কাটাচ্ছে। কিছু সংখ্যক প্রবাসীর কাজ থাকলেও ইতিমধ্যে একটা ক্লিনিং কোম্পানিতে কর্মরতদের করোনাভাইরাস (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন ৪৫ জন বাংলাদেশী।
লেবাননে সর্বত্র এখন আলোচনা সমালোচনা বাংলাদেশি শ্রমিক নিয়ে। বিশেষত যে সব কোম্পানীতে বাংলাদেশীরা কাজ করছেন, এসব কোম্পানী গত ২/১দিনে তাদের কর্মীদেরকে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কিনা পরীক্ষা -নিরীক্ষি শুরু করছে ।
উল্লেখ্য যে, প্রবাসী বাংলাদেশী কিছু লোকের অসচেতনতায় জন্য সমস্যায় পড়তে হচ্ছে প্রবাসীদের।
এদিকে বৈরুত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম)ও চার্স দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন সকল প্রবাসীদেরকে সামাজিক দূর্রত্ব ও লেবাননের নিয়মনীতি মেনে চলার অনুরোধ জানায়।