রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «   টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাংবাদিকের প্রাণহানি এবং সৃষ্ট অস্থিরতা-সহিংসতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্ষোভ-নিন্দা  » «   সৃজনের আলোয় মুস্তাফিজ শফি, লন্ডনে বর্ণাঢ্য সংবর্ধনা  » «   বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য  » «   দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ  » «   কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্সের সাফল্য  » «   যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে  » «   আমি লুলা গাঙ্গ : আমার আর্তনাদ কেউ  কী শুনবেন?  » «   বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেমিনার অনুষ্ঠিত  » «   লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

লকডাউন ব্রিটেনে নিডি মানুষের দরজায় হাসিমুখে ভলান্টিয়ার মেটারস



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

করোনা মহামারিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী  বরিস জনসনের  কঠোর অবস্থানের কারণে বর্তমানে  ব্রিটেনবাসী  লকডাউন নীতি মেনে চলছে। যদিও প্রথম সপ্তাহে পাবলিক ট্রান্সপোর্ট, পার্ক ও নানা দর্শনীয় স্থানে লোকসমাগম দেখে সংশ্লিষ্টরা মনে করেছিলেন , জনগণ হয়তো করনোভাইরাস  প্রতিরোধে  হোম  কোয়ারাইন্টেনে  থাকা কে  শতভাগ গুরুত্বপূর্ণ ভাবছেন না। তবে বর্তমান পরিস্থিতি  হলো- ব্রিনেটেবাসী এখন হোম  কোয়ারাইন্টেনে।

লকডাউনের ফলে ব্রিটেনে সবচেয়ে ঝুকিতে থাকা প্রবীন, অসুস্থ পরিবার ও যারা ন্যাশনাল হেলথ সার্ভিস( এনএইচএস ) নির্দেশিত হোম আইসোলেশন এ আছেন; তারা পড়েছেন চরম বিপাকে। বাচ্চাদের নিত্যদিনের খাবার- যা বেশী দিন সংরক্ষণ করা যায় না।  অনেক প্রবীন বাসায় একা থাকেন , যাদের কেউ নেই  শপিং করে দেবার । অনেকের ছেলে সন্তান থাকলেও  অবস্থানগতভাবে অনেক দূরে থাকেন বলে  তারাও আছেন চরম বিপাকে।

বিশেষত কোয়ারাইন্টেনে  চিন্তাযুক্ত বন্দি সময়ে অনেকের  জীবন আরও দূর্বিসহ হয়ে পড়ছে  নিত্য প্রয়োজনীয় খাবারের অভাবে। অনেকে ঔষধ  সংগ্রহ করতে  পারছেন না সময় মতো।

করোনায়  আক্রান্ত রোগীদের সেবা দিতে প্রধানমন্ত্রী বরিস জনসনের  আহবানে  এ্নএইচএস এর হয়ে কাজ করতে ইতিমধ্যে লক্ষাধিক নাগরিক নিবন্ধিত হওয়ার আবেদন করেছেন।  এছাড়াও মৃত্যু ঝুকি নিয়ে মাল্টিকালচারাল  ব্রিটেনে হাজার হাজার  ব্রিটিশ  নাগরিক স্বেচ্ছাশ্রমে  করোনা পেনডামিক সময়ে  নিডি মানুষদের পাশে দাড়িয়েছেন। মানবিক এই কাজে যুক্ত আছেন-অনেক বাংলাদেশী- ব্রিটিশ নাগরিক-ও।

আলোর খবর হলো- এইসব স্বেচ্চাসেবকরা অনেকটা নিরবে কাজ করছেন। নিডি মানুষদের জানাতে এসবের কিছু চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে।

 

করোনা সময়ে এইরকম একটি  টিমের নাম  হচ্ছে- ভলান্টিয়ার মেটারস। লকডাউন ঘোষনার পরেই  ব্রিটেনের বিভিন্ন শহর থেকে  বিভিন্ন বয়সের সমমনাদের নিয়ে করোভাইরাস জনিত মহামারিতে কয়েকজন বাংলাদেশি-ব্রিটিশ যুবক গঠন করেছেন -ভলান্টিয়ার মেটারস । স্বেচ্ছাসেবী এই  টিমটি ব্রিটেনের লন্ডন সহ ছড়িয়ে আছেন অন্যান্য শহরেও।

ভলান্টিয়ার মেটারস  এর সদস্যরা হলেন-  আবিদুর রহমান শিমু ( রেডব্রিজ ),ব্যারিষ্টার আবুল কালাম চৌধুরী (ইলফোর্ড),দেলওয়ার হোসেন দিলু ( টাওয়ার হ্যামলেটস),মুজাহিদুল ইসলাম ( টাওয়ার হ্যামলেটস ),ইমরান আহমেদ ( টাওয়ার হ্যামলেটস ),মিছবাহ রহমান ( নর্থ ওয়েস্ট লন্ডন), কাইয়ুম (কার্ডিফ সেন্টাল), শাহ আলম ( নিউকাসেল ),ফৈয়াজ আলী ( ওয়েস্ট  ব্রোমউইচ),মো.মারুফ হোসেন (বার্মিংহাম), এডভোকেট গুলাম মোস্তফা ( ম্যানচেস্টার),মোহাম্মদ খান (ওয়েল ব্রমচান),মো. কামরুল ইসলাম (এসেক্স,),সাব্বির আহমদ (ডেগেনহ্যাম),সিরাজ আহমেদ ( কেন্ট ট্রেফ্রড) নজরুল হক (ওয়েস্টার)।

জীবনের ঝুকি নিয়ে এই  মহতি উদ্যোগের শুরুর গল্পটি কমিউনিটিবান্ধব, ভালোবাসা মিশেল।   ব্রিটেনে করোনা  দুর্যোগ সময়ে  নিডি মানুষদের পাশে দাড়ানোর চিন্তা ও উদ্দেশ্যকে বাস্তবে রুপ দিতে  ব্যারিষ্টার আবুল কালাম চৌধুরী ,দেলওয়ার হোসেন দিলু, মুজাহিদুল ইসলাম ,শাহ আলম  একটি  স্বেচ্ছাসেবি টিম গঠনের উদ্যোন নেন।  যার বাস্তব রুপ -ভলান্টিয়ার মেটারস ।

অন্যতম উদ্যোক্তা দিলওয়ার হোসেন দিলু  ৫২বাংলাকে জানিয়েছেন, এক একজন কর্মী প্রতিদিন গড়ে  ১০জন  হোম কোয়ারাইন্টেন, স্পেশাল নিডস এবং সিঙ্গেল প্যারেন্টসদের সাহায্য করছেন।  খাবার এবং ঔষধ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে দেবার অনুরোধ আসছে। আমরা  প্রথমে সবাইকে  তাদের বাজার  লিস্টটি আমাদেরকে ব্যক্তিগত মোবাইলে  তাদের বাসার ঠিকানা সহ  ম্যাসেজ করতে বলি। তারপর, আমরা জিনিসপত্র কিনে বিলসহ তাদের দরজায় পৌছে দিই। এবং এই কাজটি আমরা বিনামূল্যে করছি। অনেক ক্ষেত্রে  খাবারগুলোও  ব্যক্তিগত টাকায় কিনে তাদের হাতে বিনামূল্যে  পৌছে দিচ্ছেন -ভলান্টিয়ার মেটারস ।

দিলওয়ার হোসেন দিলু জানিয়েছেন- বাঙালি অধ্যুষ্যিত টাওয়ার হ্যামলেটস বারা থেকে সবচেয়ে বেশী সাহায্যের অনুরোধ আসছে। এবং সেবার জন্য  যখন অনুরোধ আসছে তখনই আমরা তাদের কাছে ছুটে যাবার চেষ্টা করছি। বহুজাতিক ব্রিটেনে বাংলাদেশি ছাড়াও  অন্যান্য  এ্যাথনিক কমিউনিটির মানুষও এই সেবা নিচ্ছে।

ভলান্টিয়ার মেটারস টিম জানিয়েছে তাদের সাথে স্বেচ্ছাসেবি হয়ে যে কেউ যুক্ত হতে পারবেন।

করোনা মহামারি সময়ে বাংলাদেশি-ব্রিটিশ যুবকদের এই  উদ্যোগটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রসংশিত হচ্ছে।

বলা হয়ে থাকে মানবতার কোন দেশ নেই। নেই কোন ভৌগলিক দেয়াল।  বিশ্বব্যাপি করোনা মহামারি সময়ে ব্রিটেনে -ভলান্টিয়ার মেটারস এর মতো অসংখ্য সংগঠন এবং  অগণন মানুষ কাজ করছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

"এই বিভাগে প্রকাশিত মতামত ও লেখার দায় লেখকের একান্তই নিজস্ব " -সম্পাদক