সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ১৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে আরো ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ যারা মারা গেছেন তাদের মধ্যে একজন হলেন ৬২ বছরের এশিয়ান নাগরিক এবং অন্যজন ৭৪ বছর বয়সী গাল্ফ নাগরিক। এ নিয়ে আমিরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮১৪ জনে যার মধ্যে সুস্থ হয়েছেন ৬১ জন এবং মৃত ৮ জন।
বুধবার (১ এপ্রিল) আমিরাত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
এদিকে সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ৩১শে মার্চ থেকে আগামী দু সপ্তাহ পর্যন্ত দুবাইয়ের প্রাণকেন্দ্র আল রাস সহ নাইফ ও আল দাঘায়া অঞ্চলে সকল ধরণের চলাচলে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এই সময় সে অঞ্চলের সকল নাগরিকদের সরকারের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হবে।
আর যাদের রেসিডেন্স পারমিট বা ভিজিট ভিসার মেয়াদ মার্চ ১, ২০২০ বা এর পরে শেষ হয়েছে তাদের সকলকে চিন্তামুক্ত করতে সরকার তিন মাস সময়ের ঘোষণা দিয়েছে। এই ঘোষণাটি সবার স্বার্থে দেয়া হয়েছে যাতে কোন রকম জরিমানা ছাড়াই এ সময়ের ভিতর ভিসা নবায়ন করা যায়।