সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
গত ২৪ ঘণ্টায় সৌদিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৪জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১৪৫৩জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৯জন, সর্বমোট সুস্থ হয়েছেন ১১৫ জন।
নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ২২ জন, মক্কায় ৪০ জন মদিনায় ২২ জন, কাতিফ ৫ জন, জেদ্দায় ৯ জন, দাম্মাম ৩৪ জন, তাবুক ১ জন,খামিজ মোশায়েদ ১ জন, চাইহাদ ১ জন, খোবার ৬ জন, তাইফ ২ জন, দাহারান ১ জন, ইয়াম্বু ১ জন, সামিতা ১ জন, বুরাইদা ১ জন, আরাস ১ জন, দোয়াদমি ১ জন, হাবুত ৬ জন, বলে জানা গেছে। তথ্য সুত্রে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন