­
­
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «   যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কেন সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে  » «   ‘তৌহিদী জনতার’ হুমকি : এবার ঢাকায় নাটকের প্রদর্শনী বাতিল  » «   মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «  

রেমিটেন্সে ২ ভাগ প্রণোদনার প্রস্তাব প্রথম যায় আমিরাত থেকে



প্রবাসিদের প্রেরিত রেমিটেন্সে ২ ভাগ প্রণোদনার প্রস্তাব প্রথম যায় আরব আমিরাত থেকে। বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই থেকে এ প্রস্তাব প্রথমে শুরু হলে এর পেছনে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লেগে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক সিআইপি নূর মোহাম্মদ । আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান এ কথা বলেছেন। দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি কমিউনিটি আয়োজিত তাঁকে দেওয়া বিদায়ি সংবর্ধনায় বক্তব্য রাখাকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমার পেশাগত কাজের সময়ে এমআরপি পাসপোর্ট এবং আমিরাতের সাধারণ ক্ষমা দুটো চ্যালেন্জ ছিলো। এ দুটো সফল হয়েছি প্রবাসিদের সহযোগিতায়। চলিত বছরে মুজিববর্ষ এবং দুবাই এক্সপো সফল করতে বাংলাদেশি প্রবাসিদের আহবান জানান তিনি।

বৃহস্পতিবার শারজাহের একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী। হাজী শফিকুল ইসলাম ও কাজী মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহবায়ক অধ্যাপক আব্দুস সবুর, প্রাণিবিদ ড. রেজা খান, কমিউনিটি নেতা আব্দুল আলীম ও আইয়ূব আলী বাবুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরশাদ হোসেন হিরু। এ সময় আরব আমিরাতের নানা প্রদেশে বাংলাদেশি সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি নানা সংগঠন ফুলেল শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে বিদায়ি রাষ্ট্রদূতের কার্যকালের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রকৌশলী জিল্লুর রহমান, শাহ মোহাম্মদ মাকসুদ, মাজহার উল্লাহ মিয়া, শাহজাহান মিয়াজি, শাহাদাত হোসেন, সি আই পি জেসমিন আক্তার, আবুল কাশেম, তাজ উদ্দিন, আনসারুল হক, সাইফুদ্দিন আহমদ, প্রকৌশলী মোর্শেদ, রহমত আলী শোয়েব, সি আই পি নূর মোহাম্মদ, সি আইপি আক্তার হোসেন সহ আরো অনেকে।

এ সময় বক্তারা, আরব আমিরাতে সাধারণ ক্ষমা চলাকালিন সময়ে উত্তর আমিরাতের কাণ্ডারি হিসেবে কনসাল জেনারেল ইকবাল হোসেনকে যথাসময়ে নিয়োগ দিয়ে বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নেয়ার সুযোগ দেবার জন্য বিদায়ি রাষ্ট্রদূততে ধন্যবাদ জানান।

প্রসঙ্গ, অর্ধযুগের মতো আরব আমিরাতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে সরকারের নির্দেশে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে তিনি যোগ দিবেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন