পারিবারিক বন্ধন ও দেশীয় সুস্থ সংস্কৃতি চর্চা মনকে ভালো রাখে। প্রবাসে এমন চর্চার জন্য অপরাধ প্রবণতা কমে। তাই বাংলাদেশিদের এই চর্চার দিকে এগিয়ে আসতে হবে আরো বেশি। সংযুক্ত আরব আমিরাতের সবুজ শহর আল আইনের জাবেল হাফিত পার্কে আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় এসব বলেছেন বক্তারা।
মঙ্গলবার বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান আল মামুরা গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মীর্জা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও আব্দুর রহিম বুরহানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি কাছা উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জুড়ি ওয়েলফেযার এসোসিয়েশনের সভাপতি রহমত আলী শোয়েব।
এ সময় বক্তব্য রাখেন মীর্জা সুজন, মাওলানা আব্দুস সহিদ, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, আব্দুল জলিল, মুক্তা আহমদ, মিটুন আহমদ, আব্দুর রাজ্জআক, জহিরুল ইসলাম, সিলেট প্রবাসি সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, প্রচার সম্পাদক রিয়াদ আহমদ, আলী জাকের সিদ্দিকী, আতাউর রহমান আতা, নজরুল ইসলাম, তাজুল ইসলাম, আব্দুল হক সহ আরো অনেকে।
অনুষ্ঠানে পুরুষ, মহিলা ও বাচ্চাদের পৃথক পৃথক নানা দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।