­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «  

গ্রীস দূতাবাসের উদ্যেগে সমাধান সভা অনুষ্ঠিত



প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস গ্রীস এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের মাথে এক সমাধান সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটের সময় দূতাবাস মিলনায়তনে মান্যবর রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন এনডিসি এর সভাপতিত্বে দূতাবাস কাউন্সিলর ড.সৈয়দা ফারহানা নূর চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এর অতিরিক্ত সচিব মো:আজহারুল হক।এতে দূতাবাসের বিভিন্ন কার্যক্রম এর প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথ।

উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর সভাপতি হাজী মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাতব্বর, সাবেক সভাপতি গোলাম মাওলা, গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর,সহ-সভাপতি সামাদ মাতব্বর, আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ।এছাড়াও এতে ইউরো বাংলা প্রেস ক্লাব, দোয়েল একাডেমি, গ্রিক বাংলা এডুকেশন সেন্টার সহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আজহারুল হক তাঁর বক্তব্য পাসপোর্ট এর বিভিন্ন সমস্যা সহ প্রবাসীদের বিবিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, সরকার প্রবাসীদের জন্য অত্যন্ত আন্তরিক। প্রবাসীদের সেবা প্রদানের জন্য বিভিন্ন আইন করা হয় কিন্তু আইনের অপব্যাখ্যা করে দালাল তথা অসাধুরা বিভিন্ন অপকর্ম করে বেড়ায় , অসাধু ও দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরার লক্ষ্যে সরকার ই-পাসপোর্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে। ই-পাসপোর্ট চালু হলে এতে আংগুলের-হাতের চাপ থাকবে। ইউনিয়ন পরিষদ পর্যায়ে ই পাসপোর্ট এর সেবা প্রদান করা হবে।সিলেট, চট্টগ্রাম, শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট এ -ই গেট চালু করা হবে। তাতে করে প্রবাসীদের ইমিগ্রেশন সমস্যার সমাধান হবে বলে সচিব তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদদ্দনও ডিজিটাল পাসপোর্টের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তোলে ধরেন তাঁর আলোচনায়। মায়ানমারের নাগরিক দেখিয়ে বাংলাদেশের অনেক নাগরিক নাগরিক বৈধ হবার সুযোগ নিযে যারা এখন বাংলাদেশে যেতে বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝে পড়েছেন, সে নিয়ে দুঃখ প্রকা্শ করেছেন তিনি।পাশাপাশি তিনি দেশকে মায়ের সাথে তুলনা করে দেশের নাম পরিবর্তন করে অন্য দেশের নাম ব্যবহার করাকে মায়ের নাম পরিবর্তনের সাথে তুলনা করে  সরকারের পাশাপাশি নাগরিক হিসেবে নিজের দায়ীত্ববোধের প্রতি সচেতন হবারও আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন