মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উপলক্ষে ব্রিটেনে ঈদের আগের রাতে শুরু হয় আরেক উৎসব।
চাঁদরাত নামেই উৎসবটি পরিচিত। লন্ডন, বামিংহাম, ম্যানচেষ্টারে এই উৎসব মূলত ঈদকে ঘিরেই হয়ে থাকে।
ব্যস্ততম জীবনে একই সময়ে, ঈদের কেনাকাটা, ঈদ আনন্দের অনুসঙ্গ মেহেদী মাখা এবং সাথে স্ট্রিটফুডসহ সকলের সাথে আগাম আনন্দভাগাভাগি হয়- ঈদ পূর্ববতি রাতের উৎসব ‘চাদরাতে’।