শনিবার, ৩ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
প্যারিসে জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত  » «   ফরাসি ভাষা শিক্ষায় ‘বেসিক-ফ্রঁসে বাংলা’ অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন  » «   গবেষণা এবং শিক্ষাদানের উৎকর্ষতা চ্যালেঞ্জ মোকাবিলার উপাদান – প্রফেসর মোহাম্মদ মুশফিক উদ্দিন  » «   আনোয়ারুল ইসলাম অভির সিভিক এওয়ার্ড লাভ  » «   ভেজিটেবল অয়েলের পেছনে পাশ্চাত্যের দুর্নীতির ইতিহাস ও আমাদের করণীয়  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাম্পেইন: গ্রীনস্ট্রিটে ব্যাপক প্রচারণা  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে  সমাবেশ অনুষ্ঠিত  » «   যুক্তরাজ্যবাসী সাংবাদিক রহমত আলীকে নিয়ে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবের অশালীন মন্তব্যের ক্ষোভ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই  » «   যুক্তরাজ্যে ঈদের দিনে ছুটি চাই  » «   ঈদের ছুটি- ব্যবসায় লস নয় ব্র্যান্ডিং এর সুযোগ!  » «   দুই প্রেসিডেন্টের কথার লড়াই ও ক্রীড়াঙ্গণের থলের বিড়াল  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে  হোয়াইটচ্যাপেলে সমাবেশ ১৮ এপ্রিল মঙ্গলবার  » «   পহেলা বৈশাখ থেকে অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর  » «   বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ভারত-পাকিস্তান : সমর্থকদের উত্তেজনাও তুঙ্গে



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিশ্বের লাখো কোটি দর্শকের চোখ আজ থাকবে ম্যানচেস্টারে। কারণ এখানে আজ টানটান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ক্রিকেটযুদ্ধ। চিরবৈরী এ দুই প্রতিবেশী দেশের খেলা মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আকর্ষণ। সাম্প্রতিক এ দুদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে এ উত্তেজনা যেন আরো তুঙ্গে উঠেছে। আর এতে ঘি ঢালছে ভারত ও পাকিস্তানের টিভি চ্যানেলের তৈরি বিজ্ঞাপন। যদিও বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আসরে ভারতের সঙ্গে কখনোই কুলিয়ে উঠতে পারেনি পাকিস্তান।

এ খেলাকে কেন্দ্র করে গতকাল থেকেই পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে ম্যানচেস্টারে। ছুটির দিন, তবুও ম্যানচেস্টার শহর এশিয়ান মানুষের যেন দখলে। ভারত থেকে দর্শনার্থী এসেছেন প্রচুর। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে ভারত-পকিস্তানের ব্রিটিশ সমর্থকরা ম্যানচেস্টারে এসেছেন শুক্রবার বিকেলেই। হোটেলগুলোতে জায়গা নেই, পানশালাগুলো ভর্তি।

ম্যানচেস্টারে আজকের এই খেলাটির উত্তেজনা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। দুই দেশের সমর্থকদের উদ্দেশেই তিনি এই আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ খেলছে। কোটি কোটি দর্শকের সামনে তারা খেলছে। ক্রিকেটবিশ্বে যা সব থেকে বড় বিষয়’। তিনি বলেছেন ‘এটা যুদ্ধ নয়, অতএব শান্ত থাকুন’। দুই দেশের সমর্থকদের কাছেই তিনি আবেদন রেখেছেন, এটাকে যেন সমর্থকরা খেলা হিসেবে দেখেন, যুদ্ধ হিসেবে নয়।

তবে বৃষ্টি শেষ পর্যন্ত এ উত্তজনায় পানি ঢেলে দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। কেননা ম্যানচেস্টারের আকাশ গতকালও ছিল মেঘে ঢাকা। সারাদিন বৃষ্টি ছিল। আবহাওয়ার পূর্বাভাসে আজও বৃষ্টি হবে। এ অবস্থায় খেলা আদৌ হবে কি-না, তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আবহাওয়ার কারণে খেলা না হলে এই শহরে যারা এসেছেন, তাদের হতাশাটা হবে আরও ব্যাপক। এমনিতেই এ খেলার টিকেট অনেক আগেই ফুরিয়ে গেছে। চড়া মূল্যে সমর্থকরা টিকেট সংগ্রহ করেছেন অনেকেই। এমনকি ২৫০০ পাউন্ড মূল্যেও টিকেট কিনেছেন একজন সমর্থক। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা না হলে তাদের যেমন বিফল মনোরথে স্টেডিয়াম ত্যাগ করতে হবে, ঠিক তেমনি আইসিসিরও মাথায় হাত পড়বে। কারণ সবচেয়ে আকর্ষণীয় এ ম্যাচটি ঘিরে আইসিসিরও ব্যাপক বাণিজ্য থাকে।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন