শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বাঘের গর্জনে কেঁপে উঠবে ওভাল



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এদিনটির জন্য অস্থিরতা আছে ব্রিটেনের বাংলাদেশিদের মধ্যে। কি হবে, মাশরাফি মর্তুজার নেতৃত্বে বাঙালি ‘টাইগার’দের গর্জনে কতটুকু প্রকম্পিত হবে ওভাল মাঠ, ব্যাট আর বলে দক্ষিণ আফ্রিকার উইকেট ধরাশায়ী হবেই বা কতটুকু, তা নিয়ে এখনই চলছে জোর হিসাব-নিকাশ। যুক্তরাজ্যের যেখানেই বাংলাদেশির আবাস, সেখানেই ক্রিকেট জ্বরে কাঁপছে যেন পুরো বাঙালি।

আজকের খেলা হবে লন্ডনের ওভাল স্টেডিয়ামে। কিন্তু লন্ডন থেকে বার্মিংহাম, ম্যানচেস্টার থেকে ওয়েলস-লন্ডন থেকে শত শত মাইল দূরে যুক্তরাজ্যের প্রতিটি প্রান্তেই যেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের উৎসব লেগেছে। একটা কথা এখানে বলতেই হয়, সবাই যে ক্রিকেট নিয়ে খুব একটা ঘাটাঘাটি করে তা নয়। অনেকেই আছেন এমনকি ক্রিকেটের ইনিংস বুঝেন না, একজন ফিল্ডারের সুনিপুণ ক্যাচে কখন কেনই বা একজন ব্যাটসম্যান আউট হয়ে যান, কেনই ‘নট আউট’, এসবের ধারধারেন না। কিন্তু বাংলাদেশ খেলবে, এ এক গর্বিত উচ্চারণ নিয়ে তারা গ্রুপ করেন, বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে কোচ কিংবা বাসে হৈ-হুল্লুড়ের মধ্য দিয়ে সহযাত্রী হচ্ছেন সবার সঙ্গে। কিংবা চার-পাঁচজন মিলে শত শত মাইলের লং ড্রাইভে খুব সকালে যাত্রা শুরু করছেন আজ। যুক্তরাজ্যের হাজার হাজার বাংলাদেশি আজ তাই করছেন এই ব্রিটেনে।

আরেকটা কথা এখানে উল্লেখ করতে চাই, ব্রিটেনে বেড়ে উঠা বাংলাদেশিদের খুব কম সংখ্যক তরুণ এই ক্রিকেট নিয়ে মাতামাতি করে। ক্রিকেটপ্রেমীদের সিংহভাগই তারা, যারা বাংলাদেশের মাটি আর পতাকার ঘ্রাণ নিয়ে এসেছেন, বাংলা আর বাঙালিত্বকে যারা হৃদয়ে ধারণ করে যারা আবাস গেড়েছেন এখানে, তারাই মূলত মেতে উঠেন এই উৎসবে। ধারণা করা হয় ৫ লাখ বাংলাদেশির আবাস এই ব্রিটেন। যাদের এক তৃতীয়াংশই আর কোন খেলা দেখুক কিংবা না দেখুক অন্তত বাংলাদেশের খেলাগুলো উপভোগ করবে লাইভ অথবা টিভিতে। আর তারই প্রমাণ মেলে যখন হিসাবের খাতায় দেখা যায়, ওভাল স্টেডিয়ামের ২৪ হাজার টিকেটের ১৬ হাজারই বাংলাদেশিরা কিনে নেন। অর্থাৎ আজকের ওভাল স্টেডিয়াম থাকবে শুধুই ‘বাংলাদেশ বাংলাদেশ’। কালও দেখেছি টিকেটের সন্ধান করতে মানুষের হা হুতাশ। হেসে হেসে শুক্রবার একজন জানালেন, মনে হচ্ছে টিকেট পাওয়া গেলে ওভাল স্টেডিয়ামটা শুধু বাংলাদেশিদেরই হতো।

আজ ওভাল স্টেডিয়াম বাংলাদেশের পতাকায় ছেয়ে যাবে। বাঘের কস্টিউম গায়ে দিয়ে ম্যানচেস্টারের মুরতাহিন বিল্লাহ জুয়েল গত কয়েক বছর থেকেই ব্রিটেনের স্টেডিয়ামগুলোতে জানান দিচ্ছেন তার সপ্রাণ উপস্থিতি। যখনই বাংলাদেশের কোন আন্তর্জাতিক ম্যাচ থাকে, তখন সেখানেই ছুটে যান তিনি। তিনি এবারও যাচ্ছেন ওভাল স্টেডিয়ামে। তার মতো কেউ কেউ বাংলাদেশের সব খেলার টিকেট কিনে নিয়েছেন অনেক আগেই। কাজ থেকেও ছুটি নিয়ে রেখেছেন। তিনি জানালেন, বছরখানেক আগেই ১১৫০ পাউন্ডের টিকেট কিনে নিয়েছিলেন বন্ধুদের অনুরোধে।

ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে যে দল, সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টাইগারদের জয়ের প্রত্যাশায় ওভাল স্টেডিয়ামের দিকে আজ তাকিয়ে আছে বিশে^র কোটি কোটি বাংলাদেশি দর্শক। এখন শুধু অপেক্ষার পালা।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন