লেবাননে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে বিজয়ের এই মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে “চাকরি করব না, চাকরি দেব’’ এই স্লোগানকে সামনে রেখে “নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের” এন আর বি লেবানন টিমের অফলাইন মিটআপ অনুষ্ঠীত হয়েছে লেবাননের রাজধানী বৈরুতের রামলেত বায়দায় একটি রেস্তোরায়।
পবিত্র কুরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং পর্যায়ক্রমে জাতীয় সংগীত গাওয়া ও সদস্যদের মাঝে শপথ বাক্য পাঠ করানো হয়।
এন আর বি লেবানন টিম কান্ট্রি অ্যাম্বাসেডর নাজমুস সাকিব পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন তানভীর ভূঁইয়া ও সাবিনা অপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মিলন খান, সুমন রায়হান, সাবিনা অপি,সাহেদ খান,জাকির হোসেন,শান্তা মোর্শেদা,আল মাসুদ, জামাল রিফাত,শরিফুল ইসলাম,সুজন হোসাইন সুমন,নাজমুল হক ভূঁইয়া,রুনা আক্তার ববিতা,রোজিনা আক্তার সহ আরো অনেকে।
অনুষ্ঠানের মাঝেই বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং মেন্টর ইকবাল বাহার জাহিদ। অনুষ্ঠান শেষে সাবিনা অপিকে স্ট্যাটাস অফ দ্য ডে সম্মাননা ক্রেস তুলে দেন লেবানন এন আর বি টিমের কান্ট্রি এম্বাসিডর নাজমুস সাকিব পারভেজ।