ব্যাট হাতে ক্রিস গেইল মানেই চরম উত্তেজনা মাঠে ও মাঠের বাইরে। একটা কিছু হবেই। বিশ্বকাপেও ‘একটা কিছু’ ঘটেছে। বিশ্বকাপে রেকর্ড গড়েছেন ক্রিস গেইল। ঝড়ো ফিফটির পথে বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন ক্যারিবীয় ওপেনার।
শুক্রবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে শুভসূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচে ৩৪ বলে ৫০ রানের ইনিংস গেইলের। পথে হাসান আলির বলে দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে এবি ডি ভিলিয়ার্সকে টপকে চূড়ায় ওঠেন গেইল। সবমিলিয়ে বিশ্বকাপে ২৭ ম্যাচে ৪০ ছক্কা নিয়ে শীর্ষে এখন ইউনিভার্স বস।
২৩ ম্যাচে ৩৭ ছক্কা নিয়ে দুইয়ে নেমে গেছেন ডি ভিলিয়ার্স। ৪৬ ম্যাচে ৩১ ছক্কা হাঁকিয়ে তিনে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ব্রেন্ডন ক্যাককুলাম ২৯ এবং হার্শেল গিসব ২৮ ছক্কা নিয়ে শীর্ষ পাঁচে রয়েছেন। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কান সনাথ জয়সুরিয়া ২৭ ছক্কা নিয়ে যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন।