শনিবার, ৩ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
প্যারিসে জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত  » «   ফরাসি ভাষা শিক্ষায় ‘বেসিক-ফ্রঁসে বাংলা’ অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন  » «   গবেষণা এবং শিক্ষাদানের উৎকর্ষতা চ্যালেঞ্জ মোকাবিলার উপাদান – প্রফেসর মোহাম্মদ মুশফিক উদ্দিন  » «   আনোয়ারুল ইসলাম অভির সিভিক এওয়ার্ড লাভ  » «   ভেজিটেবল অয়েলের পেছনে পাশ্চাত্যের দুর্নীতির ইতিহাস ও আমাদের করণীয়  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাম্পেইন: গ্রীনস্ট্রিটে ব্যাপক প্রচারণা  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে  সমাবেশ অনুষ্ঠিত  » «   যুক্তরাজ্যবাসী সাংবাদিক রহমত আলীকে নিয়ে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবের অশালীন মন্তব্যের ক্ষোভ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই  » «   যুক্তরাজ্যে ঈদের দিনে ছুটি চাই  » «   ঈদের ছুটি- ব্যবসায় লস নয় ব্র্যান্ডিং এর সুযোগ!  » «   দুই প্রেসিডেন্টের কথার লড়াই ও ক্রীড়াঙ্গণের থলের বিড়াল  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে  হোয়াইটচ্যাপেলে সমাবেশ ১৮ এপ্রিল মঙ্গলবার  » «   পহেলা বৈশাখ থেকে অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর  » «   বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বাংলাদেশি সমর্থিত বামপন্থি ইআরসি দলের প্রার্থী আরনেস্ট মারাগাইয়ের জয়



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

স্পেনের সিটি কর্পোরেশন নির্বাচনে বার্সেলোনা থেকে বাংলাদেশিদের সমর্থক আর্নেস্ট মারাগাই বিজয়ী হয়েছেন। ২৬ মে দেশটিতে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে তিনি নির্বাচিত হওয়ায় বাংলাদেশি সমর্থকরা মাঝরাতেই দলবেঁধে বেরিয়ে পড়েন মারাগাইকে শুভেচ্ছা জানাতে।

কাতালোনিয়ার বামপন্থী দল এসকেররা রেপুবলিকানা ইআরসির মনোনীত প্রার্থী আর্নেস্ট মারাগাইয়ে পক্ষে একমাস ধরে বাংলাদেশি সমর্থকরা প্রচারণা চালিয়েছে।ইতিহাসে এই প্রথম বাংলাদেশিরা নিজেদের পছন্দের দলের হয়ে পুলিং এজেন্ট হিসেবে কাজ করেছে। এতে বাংলাদেশিদের মধ্যে চারজন দলের পুলিং এজেন্ট হিসেবে কাজ করেন।

 

সিটি কর্পোরেশনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা এন কমুর বর্তমান মেয়র আদা কোলাওকে ৪৬১৮ ভোটে পরাজিত করে আর্নেস্ট মারাগাই নগরপিতা নির্বাচিত হন।

বার্সেলোনায় মোট ৪১ জন কাউন্সিলরের মধ্যে কোয়ালিশন দল ইআরসি ও বিসিএন নোভা ১০ জন এবং প্রতিদ্বন্দ্বী অন্য কোয়ালিশন বার্সেলোনা এন কমু ও ইসিজি সমান সংখ্যক ১০ জন কাউন্সিলর নির্বাচিত হয়।

কিন্তু ভোটের ব্যবধানে ০.৬৪ শতাংশ ভোটের ব্যবধানে ৪৬১৮ ভোটে আর্নেস্ট মেয়র নির্বাচিত হন। এর মধ্যে আর্নেস্ট মারাগাইয়ের দল পেয়েছেন ২১ দশমিক ৩৬ শতাংশ ভোট আর প্রতিদ্বন্দ্বী আদা কোলাওর দল পেয়েছে ২০ দশমিক ৭২ শতাংশ ভোট।

ইআরসি দলের পক্ষে বাংলাদেশ বিষয়ক সমন্বয়কারী হিসেবে কাজ করেন সালেহ আহমেদ। তিনি বলেন, ‘এ দেশের রাজনীতিতে বাংলাদেশিদের এই সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বিষয়। বার্সেলোনার জন্য মেয়র নির্বাচিত করতে গিয়ে আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে। এই জয়ে আমরা খুশি।

দলের হয়ে ভালোভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এবং বাংলাদেশিদের আরও সম্পৃক্ততা বাড়িয়ে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশিদের থেকে কাউন্সিলর পদে মনোনয়ন দেয়ার চেষ্টা করবেন তারা। এজন্য তিনি বাংলাদেশিদের এখানকার রাজনীতিতে আরও ভালোভাবে সম্পৃক্ত হবার আহ্বানও জানান।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন