মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯  » «   পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪  » «   অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্বে নৌবাহিনীর ড্রাই ডক  » «   পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করা হচ্ছে: মির্জা ফখরুল  » «   বিশেষ বিমানে গুজরাট থেকে আরও দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত  » «   জামায়াতের মঞ্চে ভোট বিপ্লবের আহ্বান জানিয়ে পুলিশ কর্মকর্তা বিপাকে  » «   যুদ্ধের পর প্রথম প্রকাশ্যে খামেনি  » «   মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশীরা দেশে ফিরে বিচারের মুখে  » «   সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন  » «   আল আইনে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত  » «   গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি  » «   রানওয়েতে বিকল বিমান, শাহ আমানতে ২ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ  » «   ভয়ঙ্কর তথ্য মালয়েশিয়া পুলিশ প্রধানের : সিরিয়া ও বাংলাদেশে ‘আইএস তহবিলে অর্থ পাঠাত’ গ্রেপ্তার বাংলাদেশিরা  » «   অভিবাসী তাড়াতে ফ্লোরিডায় ২০০ মেরিন সেনা মোতায়েন  » «   পাহাড়ে সেনা অভিযানে বিদ্রোহী কেএনএ কমান্ডার নিহত  » «  

দেশে এই প্রথম অত্যাধুনিক স্ক্যানিয়া হাইডেক বাস চালু করলো এনা পরিবহণ 



আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার সমন্বয়ে দেশের বেসরকারি পরিবহন খাতে এই প্রথম সম্পূর্ণ নতুন আঙ্গিকে যুক্ত হলো অত্যাধুনিক স্ক্যানিয়া হাইডেক বাস। ইন্দোনেশিয়ার লাকসানা বডির সঙ্গে সুইডেনের স্ক্যানিয়া ইঞ্জিনের সমন্বয়ে তৈরি এই যানবাহন আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা-সিলেট রুটে নামিয়েছে এনা পরিবহন লিমিডেট কোম্পানি। এগুলোর একেকটির মূল্য কোটি টাকারও বেশি।

আরামদায়ক, অপেক্ষাকৃত নিরাপদ ও দেশের পরিবেশ উপযোগী স্ক্যানিয়া হাইডেক বাসে ঠাণ্ডা ও গরম নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। এর বৈশিষ্ট্য হলো চালকের অবস্থান থেকে যাত্রীর স্তর অপেক্ষাকৃত ওপরে। দূর থেকে দেখতে এটি ডাবল ডেকারের মতো।

২৮ আসনের বাসগুলোর একপাশে দুটি করে ও আরেক পাশে একটি করে আসন রয়েছে। আসনে চাইলে হেলান দিয়ে বা ঘুমিয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে এতে।

এনা পরিবহনের জেনারেল ম্যানেজার সৈয়দ আতিকুল ইসলাম জানান, বর্তমানে ঢাকা-সিলেট রুটে তাদের নন-এসি, এসি ও হুন্দাই বাস চলছে‌। যাত্রীদের আরও আরামদায়ক, বিলাসবহুল আর নিরাপদ সেবা নিশ্চিত করতে সুইডেন থেকে বাসগুলো আমদানি করা হয়েছে। আগের যেকোনও বাসের চেয়ে আরামদায়ক আসন ও কোনও ঝাঁকি ছাড়াই ভ্রমণের নির্মল আনন্দ দেবে এটি।

পরিবহন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা আরও জানান, ঢাকা-সিলেট রুটে জার্মানির ম্যান ব্র্যান্ডের হাইডেক বাস চালাচ্ছে গ্রিন লাইন ও লন্ডন এক্সপ্রেস। তবে স্ক্যানিয়া হাইডেক বাস দেশে এই প্রথম। এতে অত্যাধুনিক সুবিধা থাকলেও ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে দাবি করেন তিনি।

পূর্বের নির্ধারিত ভাড়া ১২০০ টাকায় ঢাকা-সিলেট রুটে হাইডেক বাসে যাতায়াত করা যাচ্ছে। মাঝপথে একবার যাত্রাবিরতি থাকবে। ঢাকা-সিলেট রুটে উন্নত যাত্রীসেবায় নতুন এই বাস সার্ভিস বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে এনা কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন