ইতালির লাতিনা প্রদেশের তেররাসিনার কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।এই ওয়াজ থেকে রমজানের পবিত্রতা রক্ষার জন্য প্রবাসীবাংলাদেশিদের প্রতি আহ্বান জানান হয়েছে ।তেররাসিনা মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল কালামের সভপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন রোমের মসজিদুল কুঠার খতিব ও ইমাম মাওলানা মিকাইল হোসাইন ।তিনি পবিত্র কোরআনের আয়াত বর্ণনা করে রমজানের তাৎপর্য তুলে ধরেন মাওঃ মিকায়েল ইসলাম তেররাসিনার এই মসজিদে আগামী বছর থেকে ঈদের নামাজ আদায় সম্ভব বলে জানান মসজিদ কমিটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ওবায়দুর রহমানের পরিচালনায় এতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, আবেদ গাজী,খায়ের হাওলাদার, মোখলেস বেপারী, গোলাম মোস্তাফা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
শেষে মুসলিম উম্মার শান্তির জন্য মুনাজাতে করা হয় ।