কুয়ার পার ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ইউকের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মধ্যে ৫ম বার্ষিকী খতনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন খান।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম শানুর এবং রুহেল আহমদ আরিফের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শামীম শাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ূন ইসলাম কামাল, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর সিকন্দর আলী, কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, এডভোকেট মাহফুজ চৌধুরী, কার্ডিফ বাংলাদেশী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি কাজী শাহজাহান সাবেক কাউন্সিলর এডভোকেট আবদুর রকিব বাবলু,মহিলা কাউন্সিলর মাহছুদা সুলতানা ।
প্রধান অতিথি বলেন –কুয়ারপার ওয়েল ফেয়ার এসোসিয়েশনে ইউকের মতো দলমত নির্বিশেষে সুবিধা বঞ্চিতদের প্রতি মানব কল্যাণর হাত বাড়িয়ে দিব এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য, আর আমাদের এই মূল উদ্দেশ্য বাস্তবায়িত হলে দেশে উন্নয়নের লক্ষ্যের সাফল্যে আমরা পৌছিতে পারব ইনশাআললাহ।
উপস্থিত সবাই কুয়ার যুক্তরাজ্য প্রবাসীদের এবং এলাকার সবার প্রতি এই মহতী অনুষ্ঠিনের জন্য ভূয়সী প্রশংসা করেন।।