গান,নৃত্য আর দামাইল গানের মাধ্যমে বাংলা বর্ষ বরণ করলো ম্যানচেস্টারের অগ্রজোতি সার্বজনীন সংঘ।গত ৬ ই মে হাইডের স্হানীয় এক হলে দিনব্যাপী বর্ষ বরণ উৎসব নানা রকম খাবার,শিশু কিশোরদের নাটক, অভিনয় আর আনন্দ ঘন পরিবেশে বর্ষ বরণ আনন্দ মেলায় পরিণত হয় ।
প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের শিশুদের মাঝে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর অগ্রজোতি সার্বজনীন সংঘ এই রকম অনুষ্ঠান আয়োজন করে থাকে।প্রবাসে বেড়ে ওঠা শিশুদের নানা সাজে সজ্জিত করে দেশীয় ঐতিহ্য তুলে ধরা হয় ।
প্রায় বিশ পদের নানা রকমের খাবার আয়োজনের মধ্য দিয়ে বাঙালী রীতিনীতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের পুরস্কারের মাধ্যমে উৎসাহ প্রদান করা হয়।
কণ্ঠ: সাবিনা ইয়াসমিন