অমর একুশে উপলক্ষে হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে একুশে ফেব্রুয়ারীরর প্রথম প্রহরে পুস্পস্থবক অর্পন করা হয়। প্রতি বছরের মত এসোসিয়েশনের হলরুমে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে ফুল দিযে শ্রদ্ধাঞ্জলি জানাতে এতে অংশ নেন কমিউনিটির বভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল মোছাব্বির, সাধারন সম্পাদক আলী রেজা, সহসাধারন সম্পাদক খান কয়েস আহমদসহ এসোসিয়েশনের সম্পাদকমন্ডলী এবং নির্বাহি সদস্য, কমিউনিটির বশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন।
হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, যুক্তরাজ্য আওয়ামীলীগ টেইমসাইড শাখা, আমরা সবাই ইউকে, যুব লীগ, টেইমসাইড বিএনপি, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে পুস্পস্থবক অর্পন করেন।
ফুল দেয়ার এ কর্মসূচীতে অংশ নেন ইটালী, পর্তুগাল, স্পেন থেকে আসা বিপুল সংখ্যক হাইড প্রবাসী বাংলাদেশীরা।