সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে সংগ্রামের গল্প শোনালেন ১৫ উদ্যোক্তা  » «   ‘ভুইফোঁড়’ সংগঠনের দাবিতে গ্রাফিতি সরানো হল কেন? সমাবেশে প্রশ্ন  » «   সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়  » «   ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড  » «   প্রতিদিন ফ্যাসিবাদ পুনরুৎপাদিত হচ্ছে: সলিমুল্লাহ খান  » «   বন্ধু নেতানিয়াহুকে বিদায়লগ্নে উপায় খুঁজতে বললেন বাইডেন  » «   শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেফতার  » «   ‘মৃত্যুদণ্ড প্রাপ্ত’ বাবর ১৭ বছর পর কারামুক্ত  » «   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা  » «   ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেফতার  » «   জিয়া অরফানেজ ট্রাস্ট: আপিলে খালেদা-তারেকসহ সবাই খালাস  » «   বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ  » «   অফস্টেডে ‘আউটস্ট্যান্ডিং’ টাওয়ার হ্যামলেটস : সরকারের রিপোর্ট বলছে, “শিশুরা পায় চমৎকার সহায়তা”   » «   সাত বছরের শিশুর ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে এক মা  » «   বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

লন্ডনে মরহুম কমর উদ্দিন স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল
আয়োজক জাতীয়তাবাদী ফোরাম বিয়ানীবাজার উপজেলা  ইউকে



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও  যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের ৮ম  মৃত্যূ বার্ষিকী উপলক্ষে এক  আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম কমর উদ্দিনের নিজ অঞ্চল সিলেট বিয়ানীবাজার উপজেলার যুক্তরাজ্যবাসীদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী ফোরাম বিয়ানীবাজার উপজেলা ইউকে অনুষ্ঠানের আয়োজন করে।

২৩ এপ্রিল সোমবার পূর্বলন্ডনের ব্লুমোন সেন্টারে আয়োজিত সভায় যুক্তরাজ্য বিএনপির সকল অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও তার নিজ অঞ্চল বিয়ানীবাজারের প্রবাসীরা  উপস্থিত ছিলেন।

বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী  মনজুরস সামাদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও সুরমান খান।

প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক। আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন  যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির  আব্দুল হামিদ চৌধুরী ,আবুল কালাম আজাদ, অহিদ আহমদ, তৈমুছ আলী, হাবিবুর রহমান ময়না, আব্দুল হান্নান আব্দুল হক দুলাল উদ্দিন রেহান হেলাল উদ্দিন।

বক্তারা বলেন- কমর উদ্দিন ছিলেন একজন সৎ এবং বুদ্ধিভিত্তিক রাজনৈতিক চিন্তা চেতনা সম্পন্ন একজন ত্যাগী জাতীয়তাবাদী আদর্শের নেতা।  তিনি তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতিতেও  যুক্তরাজ্য থেকে সংযোগ  স্থাপন করে রাজনীতি করেছেন। তার সুযোগ্য নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো অনেক সংগঠিত এবং জাতীয়তাবাদী আদর্শের চেতনা বহন করে রাজনীতিতে সরব ছিল। তিনি কর্মী থেকে নেতা তৈরী করেছেন এবং নেতাদের নিজ নিজ যোগ্যতা বিচারে যুক্তরাজ্য বিএনপিতে নেতাদের সম্পৃক্ত করেই যুক্তরাজ্য বিএনপিকে সুগঠিত করেছিলেন।

তার নিজ অঞ্চল বিয়ানীবাজার উপজেলায় বিএনপি আমলে যে উন্নয়ন হয়েছে,সবখানে মরহুম কমর উদ্দিনের সম্পৃক্ততা ছিল। তিনি নিজ অঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে  ধর্মীয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা রেখে সমাজে অনুকরণীয় হয়ে আছেন। পরিচ্ছন্ন  রাজনীতিবিদ ও সমাজ হৈতষী কমর উদ্দিন বর্তমান সমাজে বিরল।

মরহম কমর উদ্দিনের পরিবারের পক্ষে স্মৃতিচারণ করেন তার মেয়ে সাবিনা খান, ছেলে তানভীর আহমদ, চাচাতো ভাই  বদরুল হক।

বিয়ানীবাজার উপজেলার সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন  দবির  হোসেন, ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম, শামীম উদ্দিন, সামছুল ইসলাম মাহতাব, তাজুল ইসলাম,  আজমল হোসেন জাবেদ,আমিনুল ইসলাম ও সাহেদ আহমদ।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজল হোসেন, সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন ,সাধারণ সম্পাদক আবুল হোসেন ,যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী,  নিয়াজ বাকী বিল্লাহ জালাল,  যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লায়েক মস্তফা ,যুবদল নেতা আবু তাহের, কলিম উদ্দিন, খালেদ জামাল, কিবরিয়া ইসলাম, নুরুল ইসলাম, সফিউল আলম পাপ্পু , আলী হোসেন, শাকিল আহমদ, তয়ফুল আলম ও জিয়াউর রহমান।

অনুষ্ঠানে  যুক্তরাজ্য  জাসাস এর সাবেক সভাপতি  এম এ ছালামের উদ্যোগ ও পরিচালনায়  মরহম কমর উদ্দিনের একটি জীবনালখ্য নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভাশেষে মরহুম কমর উদ্দিনের  রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত  পরিচানা করেন মাওলানা শামীম আহমদ। রাতের প্রীতিভোজের মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।

 

 

 

কণ্ঠ: সুমু মির্জা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন