সিলেটিরা সব সময় দেশের উন্নয়নের কথা চিন্তা করে, দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখে। দেশকে এগিয়ে নিতে সামাজিক সংগঠনের বিকল্প নেই। ইতালির ভিসেঞ্জায় সিলেট বিভাগীয় সমিতি ২০১৯ এর কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব বলেন বক্তারা।
রোববার ভিসেঞ্জার একটি রেস্তোরায় আয়োজিত অনুষ্টানে হাজী তারেক আহমদকে সভাপতি, জুনন আহমদকে সাধারণ সম্পাদক ও ফরহাদ আহমদ বাবর সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
২২ হাজার বাঙ্গালীর অধ্যুষিত এলাকার সিলেটী সকল ভাই বোনদের স্বার্থে এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত প্রবাসী সিলেটীদের নিয়ে ‘সিলেট বিভাগীয় সমিতিI উল্লেখ্য ১৯৯৯ সালে সমিতি গঠিত হয়ে প্রথম দিকে দুয়েকটা নির্বাচন করে কমিটি গঠন করা হলেও রাজনৈতিক জটিলতার কারনে দীর্ঘ কয়েক বছর কমিটি গঠন করা হয়নি।