শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ইতালির রোমে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক স‌ম্মেলন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ইউরোপে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের (আয়েবাপিসি) দ্বি-বার্ষিক স‌ম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় ইতালির রাজধানী রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেল প্রেসিডেন্টের কনফারেন্স হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অল ইউরো‌পিয়ান বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি ম‌নিরুজ্জামা‌ন ম‌নিরের সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমি‌নের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইতা‌লি‌তে নিযুক্ত বাংলা‌দেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন এন‌টি‌ভি ইউকে’র প‌রিচালক মোস্তফা সা‌রোয়ার বাবু। অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দরা ছাড়াও বিভিন্ন সামা‌জিক ও রা‌জনৈ‌তিক সংগঠ‌নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বলেন, ‘সাংবাদিকতাকে মহান পেশা জেনে দেশপ্রেম জাগ্রত রে‌খে জনকল্যাণে এগি‌য়ে যে‌তে হ‌বে। সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করতে হবে।’

সম্মেলনে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মনিরুজ্জামান মনির।সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন হা‌বিবুর রহমান হেলাল (জার্মানি)।
এছাড়া আবু তাহির দুলাল (ফ্রান্স), জাকির হোসেন সুমন (ইতালি), লাবণ্য চৌধুরী (ইতালি), এমদাদুল হক (ইতালি), রনি হায়দার (স্পেন), এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), সেলিম আলম (স্পেন), এম মাসুদ, তারিকুল হাসান আশিক (পর্তুগাল), এস কে মনোয়ার নাহিদ (পর্তুগাল)-কে সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে বকুল খানকে (স্পেন) সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আল আমিন ও পলি আক্তারকে যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নাঈম হাসান পাভেল (পর্তুগাল) ও হাসান তামিম (অস্ট্রিয়া), দপ্তর সম্পাদক আল আমিন (ইতালি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী (অস্ট্রিয়া), নুরুল আলম জনি (ইতালি), প্রচার সম্পাদক হুমায়ুন কবির, মহিলা বিষয়ক সম্পাদক পলি আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: ওয়াসি উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক মিনহাজ হোসেন (ইতালি) নাম ঘোষনা করা হয়।

এছাড়াও সদস্য পদে আছেন হাসান মাহমুদ, শাওন আহমেদ, সেলিম উদ্দিন, মঈনুল আবেদিন, মহিউদ্দিন হাবীব প্রমুখ।কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ইতালির প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব লুৎফুর রহমান, অস্ট্রিয়ার প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুর রহমান ও আনিছুজ্জামান।

 

আগে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব, বাংলা প্রেসক্লাব ইতালি ও বাংলাদেশ কমিউনিটি রোমের যৌথ উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, অল ইউরো‌পিয়ান বাংলা প্রেসক্লা‌ব ২০১৬ সালের ১৩ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউরোপে।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন