বৃটিশ লেবার পার্টি এমপি জনাতন রেনন্ড বলেছেন সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে এইসব উগ্রপন্থীদের ব্যাপারে জনসচেতনা গড়ে তুলার আহ্বান জানান ।
গত ২৭ এপ্রিল ম্যানচেস্টারে হাইডের স্হানীয় এক হলে আসন্ন কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত শিবলী আলমের সমর্থনে এক সভায় জনাতন এ বক্তব্য রাখেন ।নাসির খাঁন সোয়েব এর পরিচালনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাউন্সিলের প্রার্থী শিবলী আলম,কাউন্সিলার জিম ফিজপেট্টিক, ফারুক আহমেদ এমবিই ,মিজানুর রহমান মিজান , আবুল কালাম আজাদ, বিশাল দে প্রমুখ ।
জনাতন রেনল্ড তাঁর আলোচনায় বলেন,এই প্রথমবারের মতো বাংলাদেশী বংশোদ্ভূত একজন মহিলা প্রার্থী এই কাউন্সিলে নির্বাচন করছেন । তাকে নির্বাচিত করার জন তিনি সকলের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য যে আগামী দুসরা মে ব্রিটেনের স্থানীয় কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।এবং শিবলি আলম টেইমসাইডের হাইড এলাকায় নির্বাচন করছেন ।