শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাংবাদিকের প্রাণহানি এবং সৃষ্ট অস্থিরতা-সহিংসতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্ষোভ-নিন্দা  » «   সৃজনের আলোয় মুস্তাফিজ শফি, লন্ডনে বর্ণাঢ্য সংবর্ধনা  » «   বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য  » «   দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ  » «   কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্সের সাফল্য  » «   যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে  » «   আমি লুলা গাঙ্গ : আমার আর্তনাদ কেউ  কী শুনবেন?  » «   বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেমিনার অনুষ্ঠিত  » «   লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই  » «   হ্যাকনি সাউথ ও শর্ডিচ আসনে এমপি প্রার্থী শাহেদ হোসাইন  » «   ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’র সাথে ঢাবি ভিসি প্রফেসর ড. এএসএম মাকসুদ কামালের মতবিনিময়  » «   মানুষের মৃত্যূ -পূর্ববর্তী শেষ দিনগুলোর প্রস্তুতি যেমন হওয়া উচিত  » «   ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পীকার নির্বাচিত  » «   কানাডায় সিলেটের  কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা ও আশার আলো  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

 লন্ডনে ডি এম হাই স্কুলের বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসব



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

বিলেতের শত ব্যস্ততার মাঝেও প্রিয় বিদ্যাপীঠের সাবেক শিক্ষার্থীরা ভুলে যাননি তাদের শিক্ষালয়, সহপাঠি এবং শিক্ষাগুরুদের। শ্রদ্ধা, ভালোবাসার মেল বন্ধনে বাংলাদেশ থেকে প্রায় ৮হাজার নটিকেল মাইল দূরত্বের লন্ডনে আয়োজন করেছেন বর্ণাঢ্য পুণর্মিলনী উৎসব।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মেতে ছিলেন আনন্দ উৎসবে।
১৪ এপ্রিল রবিবার স্কুল জীবনের ফেলে আসা অম্ল-মধুর স্মৃতি নিয়ে উপস্থিত হয়েছিলেন পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের মালবারি গার্ল স্কুলে। সাথে ছিলেন অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সম্মান জানানো হয়েছে ডিএম হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুহিউল ইসলাম জায়গিরদার ও সাবেক সহকারী শিক্ষক আব্দুল আজিজ তকিকে।

সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএম হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বর্তমানে কানাডা প্রবাসী মুহিউল ইসলাম জায়গীরদার। দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা পেশায় থেকে নিজ অঞ্চলের শিক্ষাসেবা প্রদানকারী প্রবীন এই শিক্ষাবিদ, তাকে পূণর্মিলণী উৎসবে আমন্ত্রণ জানানোতে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও গৌরববোধের কথা জানিয়েছেন-

প্রায় ৬ শতাধিক সাবেক শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক এবং অতিথিদের অংশগ্রহনে পুনর্মিলনী সফল করতে সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞা প্রকাশ করা হয়। বিদ্যালয়কে ভালোবেসে যুক্তরাজ্য থেকে ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়কে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।

উৎসবকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে একটি উৎসব স্মারক।অনেকে যোগ দিয়েছেন সপরিবারে। ছিল বিদ্যালয়কে ঘিরে নিজ অঞ্চলের মানুষদের উপস্থিতিও। সবার মুখে ছিল হাসি । এবং আনন্দেই পার করেছেন পূণর্মিলনী উৎসবের পুরো সময়।

দুপুর ১২টায় জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উৎসব শুরু হয়। প্রধানবক্তা ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া ও বিশেষ অতিথি সাউথবারা টাউন কাউন্সিলের মেয়র কাউন্সিলার মোহাম্মদ জুলহাস উদ্দিন।

বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খাঁন ও মনজুরুস সামাদ চৌধুরী মামুন। কাউন্সিলার আহবাব হোসেন, কাউন্সিলার শাহ সোহেল আমিন, কাউন্সিলার আসমা ইসলাম, বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সিইও সাহাব উদ্দিন, সংগঠনের সদস্য সচিব নাহিন মাহমুদ, উপদেষ্টা আব্দুল আজিজ তকি, অর্থ সচিব হেলাল আহমদ ও রহিমা বেগম প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠানমালা পরিচালনা করেন এরশাদ আলমগীর। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ পর্বে রাফেল ড্র বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়েছে পুরস্কার। নিজ অঞ্চল বিয়ানীবাজারের জলঢুপী কমলা ও আনারসসহ ঐতিহ্যিক নানা খাবারের প্যাভিলিয়ন সহ ছিল বাচ্চাদের খেলাধূলা আর পূণর্মিলনীতে যোগ দেয়া সাবেক শিক্ষার্থীদের আনন্দ আড্ডায় পার করার মতো সকল উপকরণ

যুক্তরাজ্য থেকে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ভালো এবং সম্মিলিত উদ্যোগ নেবার প্রত্যয় নিয়ে মিলন উৎসবের সমাপ্তি ঘটে বিকাল পাচটায়।

কণ্ঠ: সুমু মির্জা


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন