শনিবার, ৩ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
প্যারিসে জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত  » «   ফরাসি ভাষা শিক্ষায় ‘বেসিক-ফ্রঁসে বাংলা’ অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন  » «   গবেষণা এবং শিক্ষাদানের উৎকর্ষতা চ্যালেঞ্জ মোকাবিলার উপাদান – প্রফেসর মোহাম্মদ মুশফিক উদ্দিন  » «   আনোয়ারুল ইসলাম অভির সিভিক এওয়ার্ড লাভ  » «   ভেজিটেবল অয়েলের পেছনে পাশ্চাত্যের দুর্নীতির ইতিহাস ও আমাদের করণীয়  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাম্পেইন: গ্রীনস্ট্রিটে ব্যাপক প্রচারণা  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে  সমাবেশ অনুষ্ঠিত  » «   যুক্তরাজ্যবাসী সাংবাদিক রহমত আলীকে নিয়ে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবের অশালীন মন্তব্যের ক্ষোভ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই  » «   যুক্তরাজ্যে ঈদের দিনে ছুটি চাই  » «   ঈদের ছুটি- ব্যবসায় লস নয় ব্র্যান্ডিং এর সুযোগ!  » «   দুই প্রেসিডেন্টের কথার লড়াই ও ক্রীড়াঙ্গণের থলের বিড়াল  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে  হোয়াইটচ্যাপেলে সমাবেশ ১৮ এপ্রিল মঙ্গলবার  » «   পহেলা বৈশাখ থেকে অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর  » «   বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

অভিবাসীবান্ধব ইশতেহার নিয়ে ইআরসি’র পক্ষে ভোট চাইছেন বাংলাদেশীরা



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য স্পেনের জাতীয় নির্বাচনে অভিবাসনবান্ধব ১০ দফার নির্বাচনী ইশতেহারের ঘোষণা দিয়েছে কাতালোনিয়ার বামপন্থী দল এসকেররা রেপুবলিকানা দে কাতালোনিয়া (ইআরসি)।

এ উপলক্ষে  ২৬শে এপ্রিল দুপুর ১২.০০ ঘটিকার সময় কাতালোনীয়া পার্লামেন্টের সামনে এক প্রেস কনফারেন্স করে ই’আরসি’ দলের মনোনিত এমপি রবার্ট মাসি নাহার সহ সিনিয়র নেতৃবৃন্দরা ।এসময় উপস্থিত ছিলেন ই’আরসি বাংলাদেশি সমন্ধনয়ক সালেহ আহমদ সোহাগ তিনি এসকল তত্ত্ব নিশ্চিত করেন।এই নির্বাচনী ইশতেহার প্রচারের মাধম্যে দলটির পক্ষে ভোট চাইছেন প্রবাসী বাংলাদেশীরা।

ইশতেহারে উল্লেখিত ১০ দফা দাবিগুলোর মধ্যে আছে- পরিবারের সাথে বসবাসের অধিকার, বৈধ বসবাসের সর্বোচ্চ ৫ বছরের মধ্যে স্পেনের নাগরিকত্ব প্রদান, বৈধ বাসস্থানের অনুমতি প্রদান সহজলভ্য ও অপ্রত্যাশিত অনিময় এড়িয়ে চলা, আইনি ও নিরাপদ এসাইলম এর অধিকার প্রতিষ্ঠা করা, নতুনদের স্বাগতম জানানোর পদ্ধতি গতিশীল করা এবং বিকেন্দ্রীকরণ করা, অভিবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, বর্ণবাদ এবং বিদেশী বিদ্বেষ প্রতিরোধ করার জন্য যে সকল সংগঠন বর্ণবাদ, বিদেশী বিদ্বেষ এবং মানবাধীকার বিরোধী প্রচারণা চালায় তাদের অবৈধ ঘোষণা করা, সমতা-বৈচিত্র ও মিথষ্ক্রিয়ার মাধ্যমে সকল রাজনৈতিক মতাদর্শকে অন্তঃসাংস্কৃতির দৃষ্টিকোণ থেকে বিচার করা, সম কর্মসংস্থান তৈরিসহ কর্মক্ষেত্রে বিনা বৈষম্য তৈরি নিশ্চিত করা, অভিবাসীদের জন্য সংগ্রহ, অন্তর্ভুক্তি এবং শিক্ষাগত সহায়তা তহবিল নিশ্চিত করা।

কাতালোনিয়ার এই রাজনৈতিক দল ইআরসি-এর বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক হিসেবে কাজ করেন সালেহ আহমেদ। এবারের জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের ভূমিকা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘সাম্প্রতিক অতীতের যে কোন নির্বাচনের সাথে তূলনা করলে এবারের নির্বাচনী প্রচারণায় কাতালোনিয়ায় বসবাসকারী আমরা প্রবাসী বাংলাদেশীরা প্রচারণায় বেশি অংশগ্রহণ করছি। এ ক্ষেত্রে আমাদের দল ইআরসি অভিবাসনবান্ধব ১০ দফা নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে আমরা প্রচারণা চালাচ্ছি। আমাদের দল অভিবাসীদের দাবি নিয়ে বেশী কাজ করায় যৌক্তিক কারণে আমাদের পক্ষে প্রচারণাটা বেশি পাচ্ছি তাঁদের কাছ থেকে। এছাড়া তিনি আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী দেবার আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে দলের স্থানীয় নেতৃবৃন্দের সাথে একাত্মতা ঘোষণা করেন প্রবাসী বাংলাদেশীদেরও বিভিন্ন রাজনৈতিক প্রচারপত্র, প্ল্যাকার্ড, পেস্টুন হাতে নিয়ে নির্বাচনী প্রচারণা নামতে দেখা যাচ্ছে। বাংলাদেশী কমিউনিটির অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ নির্বাচনী সভায় স্থানীয় বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে সমান হয়ে স্টেজে ভোটপ্রচারণা ও দাবিদাওয়া নিয়ে বক্তব্য দিচ্ছেন। ইআরসি অভিবাসীদের পক্ষে শ্লোগান দিচ্ছে- ‘ভোটা পারা নো ডেসক্রিমিনাসিয়ন’। অর্থাৎ বৈষম্যনীতির বিরুদ্ধে ভোট দিন। এই শ্লোগানের প্রবাসীদের নিয়ে বৈষম্যনীতির বিরুদ্ধে ভোট দেয়ার যে আহ্বান করা হচ্ছে সেটা প্রবাসীরা ইতিবাচক হিসেবে দেখছেন এবং দলটির পক্ষে প্রচারণায় তাদের অংশগ্রহণে আরো অনুপ্রাণিত করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন