আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা প্রায় ৭ বছর ধরে বন্ধ আছে। তবুও বাংলাদেশিরা ব্যবসা করে দেশের মান উচুতে রাখার চেষ্টা করে যাচ্ছেন। আরব আমিরাতের শারজাহের রোলায় বাঙরাদেশি মালিকানাধিন রেস্তোরা তারিক আল আরোবা কেফেটেরিয়া এন্ড রেস্টুরেন্ট বা শাহজালাল সিলেটী রোস্টুরেন্টের উদ্বোধনকালে এসব বলেছেন বক্তারা।
বুধবার বাংলাদেশি প্রবাসি অধ্যুষিত রোলা এলাকায় উদ্বোধন পরে স্বত্বাধিকারি দেলোয়ার হোসাইন দিলু বাংলাদেশি খাবার এবং বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়ের কথা জানিয়েছেন।
এ সময় উপস্থিত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি হাজী আব্দুল রব, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, বাংলাদেশ থেকে আসা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, গোলাপগন্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ডা. সামছুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান খালেদ ও জবরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক চুনু মিয়া, আন্জুমানে আল ইসলাহ ইউ এ ই কেন্দ্রীয় সহসভাপতি জনাব হারুনুর রশিদ, আজিম উদ্দিন মাস্টার ,কমিউনিটি নেতা রিয়াজ উদ্দিন রউফ , আনোয়ার হোসেন , পনাইরচক সমিতির সাধারণ সম্পাদক আসাদ আহমেদ, শেখ নুরুল আবছার সহ আরো অনেকে। পরে আন্জুমানে আল ইসলাহ আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারাণ সম্পাদক কারী নিজামুল ইসলামের দোয়া ও কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।