শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে নজিরবিহীন হামলা: এত বড় সিদ্ধান্ত এখন কেন নিল ইসরায়েল?  » «   ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা : ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে উত্তপ্ত পরিস্থিতি  » «   প্রবাসীদের ভোট : অনলাইন পদ্ধতিই গ্রহণযোগ্য, মত অধিকাংশ দলের  » «   লন্ডনের রাজনৈতিক ভণ্ডামি দেশের জন্য ভয়ানক: এনসিপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া  » «   ইসরায়েল-ইরান হামলা : সামরিক শক্তি কার কতটুকু  » «   ইউনূস–তারেক বৈঠক: একান্তে কী আলোচনা হলো, দুই পক্ষই জানাল সন্তুষ্টির কথা  » «   ইরানকে ট্রম্পের হুমকি : চুক্তিতে না এলে অবস্থা আরও ভয়াবহ হবে  » «   রোজার আগেই জাতীয় নির্বাচন : তারেকের প্রস্তাবে ইউনূসের সম্মতি  » «   ইরান-ইরাক যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি ইরান, পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে সর্বত্মক প্রস্তুতি  » «   লন্ডনে ড. ইউনূস-তারেক সাক্ষাৎ : বৈঠকের আগে যে কথা হলো তাদের  » «   এবার হজে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু  » «   পাখির ধাক্কা না যান্ত্রিক ত্রুটি—কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ?  » «   ইরানের ইসরায়েলের হামলা : রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত, বিশ্ববাজারে চরম অস্থিরতা  » «   রাজা তৃতীয় চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ইউনূস : একান্ত বৈঠকে জানালেন সংস্কার কার্যক্রম  » «   কি যুক্তিতে টিউলিপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউনূস?  » «  

অবশেষে চেন্নাইয়ের বিপক্ষে আজ মাঠে নামছেন সাকিব!



 

অবশেষে চেন্নাইয়ের বিপক্ষে আজ মাঠে নামছেন সাকিব! টানা আঁট ম্যাচ মাঠের বাইরে ডাগ আউটে বসে থাকার পর অবশেষে আজ চেন্নাইয়ের বিপক্ষে হায়দারাবাদের হয়ে মাঠে নামছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ রাত সাড়ে ৭টায় গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়নরা। তাতে মাঠে দেখা যেতে পারে তাকে। সাকিবের শ্রদ্ধাভাজন ও শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঊল্লেখ্য সাকিবের একান্ত অনুরোধে গেল ১৩ এপ্রিল হায়দরাবাদ গিয়েছিলেন সালাউদ্দিন। সেখানে ১০ দিন থেকে সাকিবকে কোচিং নির্দেশনা সাকিবের পছন্দের এ কোচ। সালাউদ্দিন জানান, মঙ্গলবার চেন্নাইয়ের বিপক্ষে খেলবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

শুধু তাই নয়, আগামী ২৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষেও খেলার কথা নিশ্চিত করেছেন তিনি। সাকিবের এ সুযোগ করে দিয়েছেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো মুলত দুজনেই। আসন্ন বিশ্বকাপের জন্য জাতীয় দলের ক্যাম্পের কারণে ভারতীয় লিগ ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন তারা।

বিশ্বকাপ সামনে রেখে প্রায় প্রতিটি দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। সে ধারায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এর হয়ে প্রস্তুতিতে যোগ দিচ্ছেন এই দুই তারকা ক্রিকেটার যাদের ওপেনিং জুটিটা নাকি পুরো আইপিএলে ছিল দুর্দান্ত।

লীগের মধ্যবর্তী সময়ে ফরমে থাকা এই দুই প্লেয়ার হারানো হায়দারাবাদ একটু চিন্তিত হলেও চলমান আইপিএলে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। অদ্যাবধি ৯ ম্যাচ খেলে ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে দলটি।

যেখানে শীর্ষ তিনটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। সবকিছু ঠিক থাকলে আজ টানা আট ম্যাচ ডাগআউটে বসে থাকার পর অরেঞ্জ আর্মিদের হয়ে মাঠে নামছেন বাংলাদেশি এই ক্রিকেটার। এর আগে, দলের প্রথম ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব তিনি।

তবে নিজের নামের প্রতি সুবিচার করতে ডেজ ওভারে অতিরিক্ত রান দিয়ে দিলে তার পরের ম্যাচ থেকেই একাদশ থেকেই ছিটকে যান। অবশেষে নিজেকে শ্রেষ্ঠ প্রমান করার সেই সু্যোগে মাঠে নামছেন সাকিব আল হাসান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন