শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) মরদেহ আগামীকালের পরিবর্তে পরশু (বুধবার) বিমানযোগে আনা হবে।
মরদেহ দেশে ফিরিয়ে আনার সব আনুষ্ঠানিকতা আজ সোমবার সম্পন্ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সোমবার রাতে শেখ সেলিমের বনানীর বাসায় সমবেদনা জানাতে এসে তিনি এ তথ্য জানান।
মাহবুবউল আলম হানিফ বলেন, বুধবার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখান থেকে সরাসরি বনানী ২ নম্বর রোডের বাড়িতে লাশ নিয়ে আসা হবে। এরপর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
প্রসঙ্গত, রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় তিনটি গির্জা, চারটি হোটেলসহ অন্তত আটটি স্থানে পরপর বোমা হামলা হয়। হামলায় এখন পর্যন্ত ৩৬ বিদেশিসহ ২৯০ জন নিহত ও ৫০০ আহত হয়েছেন।