শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে নজিরবিহীন হামলা: এত বড় সিদ্ধান্ত এখন কেন নিল ইসরায়েল?  » «   ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা : ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে উত্তপ্ত পরিস্থিতি  » «   প্রবাসীদের ভোট : অনলাইন পদ্ধতিই গ্রহণযোগ্য, মত অধিকাংশ দলের  » «   লন্ডনের রাজনৈতিক ভণ্ডামি দেশের জন্য ভয়ানক: এনসিপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া  » «   ইসরায়েল-ইরান হামলা : সামরিক শক্তি কার কতটুকু  » «   ইউনূস–তারেক বৈঠক: একান্তে কী আলোচনা হলো, দুই পক্ষই জানাল সন্তুষ্টির কথা  » «   ইরানকে ট্রম্পের হুমকি : চুক্তিতে না এলে অবস্থা আরও ভয়াবহ হবে  » «   রোজার আগেই জাতীয় নির্বাচন : তারেকের প্রস্তাবে ইউনূসের সম্মতি  » «   ইরান-ইরাক যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি ইরান, পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে সর্বত্মক প্রস্তুতি  » «   লন্ডনে ড. ইউনূস-তারেক সাক্ষাৎ : বৈঠকের আগে যে কথা হলো তাদের  » «   এবার হজে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু  » «   পাখির ধাক্কা না যান্ত্রিক ত্রুটি—কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ?  » «   ইরানের ইসরায়েলের হামলা : রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত, বিশ্ববাজারে চরম অস্থিরতা  » «   রাজা তৃতীয় চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ইউনূস : একান্ত বৈঠকে জানালেন সংস্কার কার্যক্রম  » «   কি যুক্তিতে টিউলিপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউনূস?  » «  

প্যারিসে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের জমকালো অভিষেক




জমকালো আয়োজনের মধ্য দিয়ে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শিল্প, সাহিত্য, সংস্কৃতির রাজধানী প্যারিসে রোববার পোর্ট দো পন্থার স্থানীয় এক হলরুমে ইউরোপে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সর্ববৃহৎ ঐক্যবদ্ধ সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অল ইউরোপ বাংলাদেশ এসোসিয়েসন ( আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ ও ঢাকায় অগ্নিকান্ডে নিহতদের স্মরণে ১ মিনিট নীবরবতা পালন করা হয়।

পরে জাতীয় সংগীত পরিবেশন এবং আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে ফ্রান্স বাংলা স্কুলের শিক্ষার্থীরা।

সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জমির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, বিশেষ অতিথি আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম, লিসবন সান্তা মারিয়া মাইওরের কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, মুক্তিযোদ্ধা জমিরুল ইসলাম মিয়া, নেক মানির সিইও হাজী ইকরাম ফরাজী, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শরীফ আল মমিন, ফ্রান্স বাংলা বিজনেস ফেডারেশনের সভাপতি সাত্তার আলী সুমন, এম এই বি টিভির চেয়ারম্যান তাপস বড়ুয়া রিপন, ড. জিন্নুরাইন জাইগিরদার সুলতান হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিরণ নাজমুল, সহসভাপতি মাহবুব সুয়েদ, আখি সীমা কাউছার, মো. ফারুক আহাম্মেদ মোল্লা, যুগ্ম সম্পাদক জামিল আহমেদ সাহেদ, কবির আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রনি মোহাম্মদ, প্রচার সম্পাদক মো. রাসেল আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক জাহিদ কায়সার, কার্যকরী সদস্য অ্যাডভোকেট আনিসুজ্জামানসহ আরও অনেকে।

এ সময় সংগঠনের সদস্যদের পরিচিতি ও শপথপাঠ অনুষ্ঠিত হয়। অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব দীর্ঘ তিন বছর ধরে ইউরোপে বাংলাদেশি কমিউনিটি ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন সংগঠনের পথচলাকে শুভকামনা জানিয়ে বলেন, কাকতালীয়ভাবে ইউরোপের বিভিন্ন দেশে থেকে আগত সাংবাদিকদের উপস্থিতি একটি সুবার্তা বয়ে এনেছে। এই সাংবাদিকরা বাংলাদেশকে উপস্থাপন করছেন।

এ রকম একটি গুরুত্বপূর্ণ পেশা আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে করছেন। এটি সত্যি প্রশংসার দাবিদার। সাংবাদিকতার গুরুত্ব অনস্বীকার্য, যা যুগযুগ ধরে এর প্রমাণ আমরা পেয়েছি। তিনি আরও বলেন, সাংবাদিকরা দেশের কথা জাতির কথা তুলে ধরছেন। তাই এটি সমাজের জন্য একটি দর্পণ।

এ ছাড়া আমন্ত্রিত অতিথিরা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষে ১০ গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দ্বিতীয় পর্বে প্যারিস ও ইউরোপের বিভিন্ন শহর থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন