শারজাহে আগামি ৪, ৫ ও ৬ই এপ্রিল দ্বিতীয়বারের মত রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজন করেছে রিহ্যাব মেলা। এ উপলক্ষে মঙ্গলবার শারজাহের একটি রেস্তোরায় মেলার বিভিন্ন বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলন ও কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছ।
নাজমুল হকের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের সহ সভাপতি কামাল মাহমুদ, রিহ্যাব পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী, ব্রান্ড এম্বাসেডর অভিনেতা তুষার খান এবং আইডিয়া গ্যালারীর কর্ণদার জর্জ খান।
মেলার উদ্যোক্তা হিসেবে তারা জানান, শারজা এক্সপো সেন্টারে তিনদিন ব্যাপী এ মেলায় অংশগ্রহণ করছে দেশের স্বনামধন্য ৩৩টি রিয়েল এস্টেট কোম্পানি ও ৭টি কো স্পন্সর সহ মোট ৪০টি কোম্পানী। বৃহস্পতিবার ৪ এপ্রিল উদ্ভোধনী অনুষ্টান ৪টায় শুরু করে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া ৫ ও ৬ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রতিদিন মেলাত থাকবে লটারী ও স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্ক্রতিক অনুষ্টান আবাসন খাতে প্রবাসীদের আগ্রহী করতেই এই মেলার আয়োজন বলে জানান আয়োজকরা।
এসময় উপস্থিত প্রবাসীরা রিহ্যাবের মাধ্যমে গ্রাহকের জমির নিশ্চয়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতারণা কমাতে প্রবাসীদের গাইড লাইন প্রদান, ইনভেস্ট প্রটেকশন ও রিয়েল এস্টেট কোড করারও আহ্বান জানান।