৮ মার্চ নারী দিবসে আরব আমিরাতের ফুজাইরাহতে বাংলাদেশি খাবার রান্না করে পুরস্কার পেলেন বাংলাদেশি ভেটেরিনারি ডাক্তার সাবিহা ইয়াসমিন তানিয়া। স্থানীয় লুলু মল ফুজাইরাহ আয়োজন করেছিলো আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতার। অনলাইনের মাধ্যমে রেসিপি আহবান করেছিলো ফেব্রুয়ারি মাসে। শত শত রেসিপির মধ্যে চূড়ান্ত পর্বে ৮ জনকে ডাকে আয়োজক সংগঠক। তিনজন ভারতীয়, দুইজন ফিলিপিনো, একজন পাকিস্তানী, একজন মিশরীয় এবং একমাত্র বাংলাদেশি ছিলেন সাবিহা ইয়াসমিন তানিয়া।
৮ মার্চ নিজ দেশীয় খাবার রান্না করেন চূড়ান্ত পর্বের ৮ জন প্রতিযোগী। বাংলাদেশি খাবার রান্না করে তৃতীয় স্থান অর্জন করেছেন সাবিহা ইয়াসমিন তানিয়া। পেশায় তিনি দুবাইয়ের একটি বেসরকারি সংস্থার ভেটেরিনারি ডাক্তার। তানিয়ার বাড়ি চট্টগ্রামের দেওয়ানবাজারে। স্বামী শাহ মোহাম্মদ তানভির নূর তাঁর এগিয়ে যাওয়ার পেছনে শক্তি যুগিয়েছেন বলে তিনি জানান। আরব আমিরাতের আজমান শহরে থাকা তানিয়া নিজ কর্মের মাধ্যেমে দেশকে তুলে ধরতে পারায় নিজেকে গর্বিত মনে করেন।
এ প্রতিযোগিতায় প্রথম হোন ফিলিপিনো মহিলা এবং দ্বিতীয় হয়েছেন মিশরী মহিলা। প্রবাসে নানাভাবে দেশকে তুলে ধরতে নিজের ইচ্ছাশক্তি দরকার বলেও জানিয়েছেন ভেটেনারি ডাক্তার সাবিহা ইয়াসমিন তানিয়া।