রবিবার, ২০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «   রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিলো, বিশ্বাস করেন সাকিব  » «   নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ‘একেবারেই সন্তুষ্ট নয়’ বিএনপি  » «   গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার  » «   দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «  

সেন্ট্রাল ফ্লোরিডায় ‘বাংলাদেশ ডে প্যারেড ‘ ২৩ মার্চ
মিডিয়া পার্টনার ৫২ বাংলা টিভি



সেন্ট্রাল ফ্লোরিডায় প্রথম বারের মত বাংলাদেশ ডে পেরেড ২৩ মার্চ পালিত হবে । সেন্ট্রাল ফ্লোরিডায় প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা কম বেশী সাত আট হাজার । ডিজনি ওয়াল্ড খ্যান সেন্ট্রাল ফ্লোরিডায় নব্বই দশক থেকে বিভিন্ন ষ্টেট ধেকে প্রবাসীরা বসতি স্থাপন করেন । এখানে প্রায় দেড় দশক থেকে প্রবাসীরা নানা জাতীয় দিবস পালন করে আসছেন , বিশেষ করে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগই সব জাতীয় দিবস পালন করে । এবার ২৬ মার্চ কে সামনে রেখে স্বাধীনতা দিবসকে ব্যাতিক্রমী করতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ উদ্যেগী হয়ে বাংলাদেশ ডে পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করে । সেন্ট্রাল ফ্লোরিডার বেশ কয়েকটি সংসঠন বাংলাদেশ ডে পালনের সাথে সম্পৃক্ত হয় ।

 

সেন্ট্রাল ফ্লোরিডার প্রবীন মুরুব্বী জনাব ডাক্তার মুরাদ খান ঠাকুরকে আহয়বায়ক করে একটি আহয়বায়ক কমিটি গঠিত হয়েছে । বাংলাদেশ ডে পেরেড কে সার্থক করার জন্য আহয়বায়ক কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে । সেন্ট্রাল ফ্লোরিডা দু একটি ছাড়া প্রায় সব গুলো সংগঠন বাংলাদেশ ডে পালনের সাথে সম্পৃক্ত হয়েছে । বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন ও বাংলাদেশ ডে পালনের সাথে সহযোগীতায় । বাংলাদেশ ডে পালনের অন্যতম সংগঠক আনো্য়ার হোসেন সেন্টু জানান প্রতিদিন নতুন নতুন কর্মসুচি এড হচেছ । একটি ভাল কনসাট উপহার দেবার জন্য দেশের সেরা ব্যান্ড যুক্ত হয়েছে । শিশূ কিশোরদের জন্য রয়েছে নানান প্রজেক্ট । স্থানীয় লেক এওলা তে প্রথম বারের মত বাংলাদেশ ডে পালন অনূষ্টানে মুল ধারার রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন । কমিউনিটি একটিভিষ্ট এ কে এম হোসেন হিটু ও সাবেক ছাত্রনেতা নাজিম উল্লাহ লিটন একটি সুন্দর ম্যাগাজিনের জন্য কাজ করছেন ।

মিডিয়া পাটনার হিসাবে থাকবে ফ্লোরিডা বাংলা টিভি, টিভি ৫২, জাতীয় দৈনিক রাজনীতি ও প্রবাসীদের অন্যতম মুখপাত্র প্রবাসের নিউজ । প্যারেড অনুষ্টানে বাংলাদেশের পতাকা নিয়ে উপস্থিত হবার জন্য অনুরোধ জানানো হয়েছে । থাকবে কালচারাল অনুষ্টান, চিত্রাংকন প্রতিযোগীতা, ফেস ফেস পেন্টিং, নানান দেশীয় ষ্টল এক কথায় বাংলাদেশকে তুলে ধরা হবে । কমিউনিটির সকলকে নিয়ৈ একটি সার্বজনিন উদযাপন কমিটি তৈরী করা হয়েছে । প্রবাসীদের ম্ধ্য ব্যাপক উ্যসাহ উদ্দিপনা দেখা যাচেছ । সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের একটি শক্তিশালী টিম কমিউনিটির বিভিন্ন জনদের নিয়ে দিন রাত কাজ করছে বাংলাদেশ ডে সফল করার জন্য । শত শত পতাকা ও বাংলাদেশের পতাকার টি শাট, লাল সবুজের পাতাকার শাড়ী পরিহিত হয়ে সবাই পেরেড এ অংশগ্রহন করবেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন