সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
‘জুলাই শহিদ’ পরিবার ও ‘জুলাই যোদ্ধা’ পাবে মাসিক ২০ হাজার টাকা ভা  » «   লন্ডনে বাংলায় স্টেশনের নাম নিয়ে ব্রিটিশ এমপির ক্ষোভ!  » «   বৈশ্বিক পাসপোর্ট সূচকে কিছু উন্নতি : ফিলিস্তিন-লিবিয়ার অবস্থানে বাংলাদেশ  » «   সমাজসেবী হাজী আব্দুর রহমানের ইন্তেকাল  » «   বাংলা একাডেমির ‘আদব-কায়দা’ নিয়ে প্রশ্ন তুললেন সলিমুল্লাহ খান  » «   সুরভি-র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  » «   বরের পিতা আওয়ামী লীগ নেতা, চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে ‘মব’ তাণ্ডব  » «   বিশ্ব ইজতেমা ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে  » «   মার্কিন অর্থায়ন বন্ধের প্রভাব : আইসিডিডিআর,বি’র সহস্রাধিক কর্মী ছাঁটাই হচ্ছে  » «   ‘মধুচন্দ্রিমা শেষ’, প্রত্যাশার চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর: আইসিজি  » «   সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, ধনী নোয়াখালী  » «   হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ : ৬৪ জন যাত্রী ও ক্রুর ভাগ্যে কী ঘটেছে  » «   ভারতীয় বিতর্কিত সিনেমা ‘ইমার্জেন্সি’: শেখ মুজিবের মুখে এ কী সংলাপ? : ব্রিটেনে বিক্ষোভ  » «   প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি  » «   চরমোনাই পীরের অফিসে গিয়ে মির্জা ফখরুলের বৈঠক: ফ্যাসিবাদী শক্তি ঠেকাতে ঐক্যমত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার আয়াস মিয়াকে সংবর্ধনা দিয়েছে দারুস সালাম ফাউন্ডেশন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

বাংলাদেশ সফররত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার  কাউন্সিলার আয়াস মিয়াকে সংবর্ধনা দিয়েছে  বিয়ানীবাজারের  দারুস সালাম ফাউন্ডেশন ।

২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার  সন্ধ্যায়  বিয়ানীবাজার উপজেলার আলীনগরে  সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আপ্তার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়   অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের সভাপতি  আবুল হোসেন ।জাহেদ আহমদ ও শামসুল ইসলামের যৌথ পরিচালনায় শুরুতেই  কোরআন তেলাওয়াত  করেন মুহাম্মদ আবেদীন।

সংবর্ধিত অতিথি  স্পিকার আয়াস মিয়া – বিয়ানীবাজারের সাথে  টাওয়ার হ্যামলেটস এর সেতুবন্ধনের কথা উল্লেখ করে বলেন, টাওয়ারহ্যামলেটস   সাবেক  সাবেক স্পীকার ও মেয়র হৃদ্দিকটানে বিয়ানীবাজার  সফর করেছেন। আপনাদের আন্তরিকতা ও ভালোবাসার টানে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।

স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া  দারুস সালাম ফাউন্ডেশনের সেবামূলক কাজের প্রশংসা করে বলেন  চ্যারেটিবল  সংগঠনটি মফস্বল অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা, বাসস্থান ও সেবায়  ধারাবাহিকভাবে কাজ করছে যা সমাজে  অনুকরণীয়। তিনি প্রবাসীদের এইরকম মহতি কাজে যুক্ত হবার আহবান জানান।

সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানিয়ে  বিশেষ অতিথির  বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার প্রফেসর আব্দুল খালিক, আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী।

আজাদ চৌধুরী একাডেমীর সহকারী প্রধান শিক্ষক ফণি ভুষণ পাল, মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমদুর রহমান খান হিনু, জাতীয় তরুন সংঘ বিয়ানীবাজার  উপজেলার  সাধারণ সম্পাদক  আব্দুর রহমান, দারুস সালাম ফাউন্ডেশনের উপদেষ্টা মামুন আহমদ, ফুলমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমদ, ঢাকা উত্তর মোহাম্মদপুর হাইস্কুলের  ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফখরুল আলম চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য দেন দারুস সালাম ফাউন্ডেশনের সদস্য আকাশ মোহাম্মদ, ফাহিম আহমদ চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আ.লীগ নেতা আব্দুস সালাম আক্তার, শিক্ষক ফখরুল ইসলাম, ইউপি সদস্য মাওলানা জুবায়ের আহমদ, আব্দুল বাসিত, সুলতানা বেগম, নাছিমা বেগম, সামছিয়া বেগম, আলীনগর দর্পন পত্রিকার প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রকাশক আবুল কাশিম আজাদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া সহ অতিথি বৃন্দকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সভার শেষে শুভেচ্ছা ক্রেস্ট অতিথি বৃন্দের হাতে তোলে দেয়া  হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন