মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের সাকেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী  » «   ব্রিটেনে কি দ্বিদলীয় রাজনীতি অবসানের পথে  » «   কী আছে নারী কমিশনের প্রতিবেদনে, কেনো ইসলামী দলগুলোর বিরোধিতায়?  » «   বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «   রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিলো, বিশ্বাস করেন সাকিব  » «   নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ‘একেবারেই সন্তুষ্ট নয়’ বিএনপি  » «  

উত্তর আমিরাতে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের আহবান কনসাল জোনারেলের



দুবাই ও উত্তর আমিরাতে একটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনালের ইকবাল হোসেন খান। সোমবার বিকালে বাংলাদেশ থেকে আগত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব ও বিশিষ্ট শিক্ষানুরাগী জালালাবাদ অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ও লন্ডন আওয়ামিলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু এবং দুবাই আওয়ামরিীগের সবঅপতি হাজী শফিকুল ইসলাম কনসাল জেনারেলের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি এ আহবান জানান।

এ সময় কনসাল জেনারেল আরো বলেন, বাংলাদেশে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন তাদের একটি টিম নিয়ে দুবাইয়ে এলে বাংলাদেশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে দূতাবাসের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা করা হবে। এতে করে আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে ঠিক তেমনি বিনিয়োগকারিরা এ থেকে লাভবান হবেন বলেও তিনি জানান।

এ সময় কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর ড.এ,কে,এম,রফিক আহাম্মেদ উপস্থিত ছিলেন।

দুবাই ও উত্তর আমিরাতে আট লক্ষ বাংলাদেশি বসবাস করলেও এখানে নেই বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়, যেখানে আমাদের পার্শবর্তী দেশ ভারতের অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে। তাই নিরূপায় হয়ে বাংলাদেশি অন্যদেশের প্রতিষ্ঠানে পড়তে যায়।

এসময় বদরুল ইসলাম শোয়েব ও আমিনুল হক জিলু কনসাল জেনারেলের আগ্রহের কথা খুব মনোযোগ সহকারে গ্রহন করেন এবং ধন্যবাদ জানিয়ে তারা বলেন কনস্যুলেটের এত দায়ীত্ব পালন করে প্রবাসী বাংলাদেশীদের ভবিশ্যত প্রজন্মের জন্য এমন চিন্তা ভাবনা অবশ্যই প্রশংসার দাবীদার। আগামিতে এ ব্যাপারে একটি টিম নিয়ে আসবেন বলেও তারা আশ্বাস দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন