সংযুক্ত আরব আমিরাতেত বিদেশ-বিষয়ক ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ‘বাসিন্দাদের জন্য তাওয়াজুদি’ নামে নতুন একটি পরিসেবা চালু করেছে। দেশের বাইরে থাকা সংযুক্ত আরব আমিরাতের আবাসিক ভিসাধারীদের জন্যে যারা করোনা ভাইরাস প্রতিরোধ করতে দেয়া প্রবেশ নিষেধাজ্ঞার পর থেকে আমিরাতের বাউরে অবস্থান করছেন তাদের নিরাপদ প্রত্যাবর্তনের সুবিধার্থে এই পরিসেবা চালু করা হয়েছে।
বর্তমানে যারা আমিরাতের বাইরের দেশে আছেন তারা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে এই পরিসেবার জন্য নিবন্ধন করতে পারেন। যেকোন জরুরী ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগের সুবিধার্থে এই সেবা চালু করা হয়েছে বলে জানা গেছে। এই পরিসেবাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মূল পেজে ব্যক্তিগত পরিসেবাগুলির অধীনে রয়েছে এবং ‘বাসিন্দাদের জন্য তাওয়াজুদি’ নামের পরিসেবাটি ক্লিক করে এই সেবা গ্রহণ করা যাবে।
সংযুক্ত আরব আমিরাত তার নিজের বাসিন্দাদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে এবং জরুরি পরিস্থিতিতে তাদের আমিরাতে প্রত্যাবর্তনে সহযোগিতা করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়।