ফ্রান্সের রাজধানী প্যারিসে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী একুশে বইমেলা। বইমেলার আয়োজন করে বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখা।মেলার স্লোগান ছিল ‘শিক্ষা-সংস্কৃতি-ভাষার মর্যাদা রক্ষায় একুশের চেতনায় জেগে ওঠো বিশ্ব তারুণ্য’ ।
শিশু-কিশোর সহ নানা বয়েসের ফ্রান্স প্রবাসীদের উপস্থিতি বই মেলাকে প্রাণবন্ত করে। সংগঠনের সাধারণ সম্পাদক ফাহাদ রিপনের পরিচালনায় এবং সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র কুমার চন্দ্র এর সভাপতিত্বে বইমেলা উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফ্রান্স শাখার সম্পাদক আহমেদ আলী দুলাল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব উন্নয়ন কেন্দ্রীয় কমিটি সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল
বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বাংলা স্কুল এর প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্র কমিটি ফিরোজ আলম মামুন, আবৃত্তি শিল্পী রবিশঙ্কর মৈত্রী।কমিউনিটি নেতা আবু তাহের ,টি এম রেজা, সোহেল ইবনে হোসেন , ফ্রান্স বাংলা প্রেসক্লাব এর সদস্য সচিব, মোহা. আব্দুল মালেক হিমু। সাংবাদিক এম এ হাসেম ও আবদুল মোমিত রোমেল। এ সময় বক্তারা তরুণ প্রজন্ম এবং শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন বই হচ্ছে একজন মানুষের নিঃসঙ্গ জীবনের সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু । তাই বই পড়ার প্রতি আগ্রহ জন্মাতে হবে । প্রবাসীদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি ভাষার প্রতি মমত্ববোধ এবং দেশাত্মবোধ কে প্রতিষ্ঠা করতে এরকম জ্ঞানপিপাসু ব্যক্তিরা যে বই মেলার আয়োজন করেছে এটা অব্যাহত রাখা উচিত।পরিশেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাপ্তি হয় বইমেলা টির।