দৈনিক যুগান্তর, একাত্তর টিভি ও ৫২ বাংলা টিভির কুয়েত প্রতিনিধি সাদেক রিপনের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ ফেব্রুয়ারি কুয়েতের রোমাতিয়া গাতা -৪ মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোহাম্মদ হারুন রশিদের সভাপতিত্বে ও মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাওলানা শাহ আলম, প্রবাসী বন্ধু মহলের সভাপতি মীর নজরুল ইসলাম, সহ সভাপতি সাইফুল ইসলাম সাগর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, রফিক মোবারক, মোজাম্মেল হোসেন,এবাদ উল্লাহ,ওয়াহিদ সরকার, আব্দুল্লাহ আব্দুর রব, নাসির সহ প্রমুখ । মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম। পরিশেষে সকল প্রবাসীদের পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা, বাবা সহ সকল আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। উল্লেখ্য মরহুমা ফাতেমা বেগম ডায়বেটিস সমস্যা জনিত রোগে ভোগছিলেন। গত ১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে তিনি নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।