বাংলাদেশীরা প্রবাসে আসে একমাত্র জীবিকার তাগিদে। এখানে এসে সময়ের সাথে কেউ হয়ে উঠি মালিক পক্ষ আর কেউ থেকে যাই শ্রমিক বা কর্মচারী হিসেবে।
সব দেশের মতোই, এ দেশেও আছে কিছু নিয়ম দু পক্ষের জন্যই। দু পক্ষকেই সুরক্ষিত রাখাই হচ্ছে এসব আইনের মূল উদ্দেশ্য।
মালিক পক্ষের জন্যে কাজ করে অনেক কর্মচারী। নানা কারণে, পালিয়ে যায় অনেক কর্মচারী। আর এদের বিরুদ্ধে সীমিত সময়ের ভিতর অভিযোগ দায়ের না করলে, সমস্যায় পড়বেন নিয়োগকর্তারা।
জনগনকে একটি নিয়মের বিষয়ে অবগত করতে, একটি ইনফোগ্রাফিক পোস্ট করেছে আমিরাতের পাবলিক প্রসিকিউটার অফিস।
আইন অনুযায়ী, নির্ধারিত সময় সীমার মধ্যে যদি পুলিশ এবং মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রনালয়ে পালিয়ে যাওয়া কর্মচারীর নামে অভিযোগ দাখিল না করা হয় মালিক পক্ষকে ৫০,০০০ দিরহাম জরিমানা করা হবে।