শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ট্রিস ফর সিটিস এর কমিউনিটি বৃক্ষরোপণ  » «   রামাদ্বানে ইস্ট লন্ডন মসজিদের নানা আলোকিত আয়োজন  » «   স্বাগত মাহে রমজান  » «   স্মার্ট ব্যাংকিং সেবা নিয়ে ইউরোপে আবারো চালু হচ্ছে নেক মানি ট্রান্সফার  » «   সেতারা চাল পছন্দ না হলে টাকা ফেরত  » «   টরন্টোতে বিসিএসসির ফ্লাওয়ার (কর্ক) উৎসব  » «   ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের বসন্তবরণ ও পিঠা উৎসব  » «   প্রবাসীদের যাপিত জীবন ও প্রবাসের সৌন্দর্য  » «   পান্ডব একজনই  » «   বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত  » «   স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  » «   অমর একুশে ফেব্রুয়ারিকে ‘লন্ডন মাল্টিলিংগুয়াল ডে’ হিসেবে পালনের আহ্বান জানালেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার  » «   বেডফোর্ডে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত  » «   পূর্ব মুড়িয়া আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত  » «   অমর একুশে বইমেলায় প্রবাসী লেখকদের সুহৃদ আড্ডা ও একাধিক গ্রন্থ প্রকাশ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বড়লেখা ফাউন্ডেশনের ‘কিডস এচিভমেন্ট সার্টিফিকেট প্রোগ্রাম ২০১৮‘ অনুষ্ঠিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ব্রিটেনবাসী  বড়লেখা – জুড়ীর   শিক্ষার্থীদের  মধ্যে যারা ২০১৮ শিক্ষাবর্ষে যারা বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছে তাদের নিয়ে কিডস এচিভমেন্ট সার্টিফিকেট প্রোগ্রাম ২০১৮  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানের আয়োজক সংগঠক যুক্তরাজ্যস্থ বড়লেখা – জুড়ী প্রবাসীদের সামাজিক সংগঠন  বড়লেখা ফাউন্ডেশন ইউকে ।

৩ জানুয়ারি বৃহস্পতিবার সংগঠনের অন্যতম উপদেষ্টা সাবেক কাউন্সিলর আতা রহমানের লন্ডনস্থ বাসায় প্রানবন্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক বড়লেখা বাসীদের উপস্থিতি ছিল। কৃতী শিক্ষার্থীদের সাথে নিয়ে  অভিভাবকদের উপস্থিত  ব্রিটেনে নিজ অঞ্চলের মানুষের হার্দিক মেল বন্ধনের সুযোগ করে দিয়েছিল ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত হলেন- বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ, দেশ পত্রিকা সম্পাদক তাইসির মাহমুদ, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের  ট্রাস্টি ফরহাদ হোসেন টিপু, সংগঠক  মিসবাহ উদ্দিন, আহমদ হোসেন, আব্দুর রাজ্জাক, সফিকুল হক স্বপন, সালাউদ্দিন এনাম, শাহেদ উদ্দিন,  কাজী নজরুল ইসলাম,  নজমুল আহমদ, সিব্বির আহমদ,  ইব্রাহীম খলিল, আব্দুস সামাদ, রাসেল আহমদ, জয়নাল আহমদ, মারুফ আহমদ,  আজিম উদ্দিন,  স্বপন।

এছাড়াও বড়লেখা ফাউন্ডেশন এর সভাপতি  জামাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি শাহিন ইকবাল,সম্পাদক ফয়সাল রহমান, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, ট্রেজারার সোহেল রহমান, যুগ্ম ট্রেজারার আবুল কাশেম, স্থায়ী কমিটির সদস্য আবু রহমান, নজরুল ইসলাম নজু, এবং আকবর হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান এর  অন্যতম আয়োজক  ফাউন্ডেশনের  ট্রাস্টি  সাবেক কাউন্সিলর আতা রহমান ও তার সহধর্মিণী বড়লেখা ফাউন্ডেশন এর প্রথম মহিলা ট্রাস্টি শিক্ষিকা  হাসনা রহমান তাদের বক্তব্যে বলেন, এরকম একটি মহতি অনুষ্ঠান   করতে পেরে আমরা গর্ববোধ করছি। ভবিষ্যতে এরকম শিক্ষামূলক যে কোন উদ্যোগে আমাদের অকুন্ট সাহায্য সহযোগিতা  থাকবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন- নিজ অঞ্চলের কৃর্তি শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক এই অনুষ্ঠানটি নতুন প্রজন্মকে আরও বেশী সাফল্য বয়ে আনতে সাহায্য করবে। অতিথিরা  প্রতি বছর এই রকম শিক্ষাবিষয়ক প্রেরণাদায়ী অনুষ্ঠান করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

সংগঠনের সভাপতি জামাল উদ্দিন স্পন্সরদের  ধন্যবাদ জানিয়ে বলেন, নিকট ভবিষ্যতে বড়লেখা-জুড়ী প্রবাসী শিক্ষানুরাগীদের আরও বেশী করে সহযোগিতার আহবান জানান।

ক্রীড়া, ইসলামী শিক্ষা, চিত্রাঙ্কন ও সাহিত্য, ইলেভেন প্লাস,  জিসিএসি, এ- লেভেল পরীক্ষায়  বিভিন্ন কেটাগরিতে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য  সার্টিফিকেট এবং  অনুপ্রেরণামূলক নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। আয়োজক  আতা রহমান ও হাসনা রহমানের  রাতের প্রীতিভোজ এর মাধ্যমে   অনুষ্ঠান শেষ হয়।

কিডস এচিভমেন্ট সার্টিফিকেট প্রোগ্রাম ২০১৮  এর স্পন্স ছিলেন জামাল উদ্দিন ,  আলতাফ হোসেন, ও  সিব্বির আহমেদ । অনুষ্ঠানে বড়লেখা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন