মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

এথিক্স এন্ড স্টেন্ডার্ড-বিষয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আলোচনা



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সততা, বিবেকবোধ, নির্ভরযোগ্য তথ্যের দায়িত্ব নিয়েই সাংবাদিকতা করতে হবে। সততা, নির্ভরযোগ্য তথ্য এবং স্বচছতা হচেছ সাংবাদিকতার নীতিমালার প্রধানতম বিষয়। এসবে দৃষ্টি রেখেই সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকরা অন্যান্য মানুষের মতো ভুল করবে, তবে যথার্থতার ক্ষেত্রে চেষ্টায় যেনো দুর্বলতা না থাকে।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে কুইনম্যারী ইউনির্ভাসিটি অব লন্ডনে অনুষ্ঠিত এলবিপিসি এন্যুয়েল টক-এ প্যানেল আলোচকরা এসব কথা বলেন।

কুইনম্যারীর আর্ট ওয়ান হলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায়-জার্নালিজম: এথিক্স এন্ড স্টেন্ডার্ড-শিরোনামের এই আলোচনায় তিনজন প্যানেল স্পিকারের সকলেই জোর দেন-বর্তমান বিশ্ব বাস্তবতায় সাংবাদিকতার ক্ষেত্রে নীতি নৈতিকতা এবং নির্ভর যোগত্যা আরো বেশী চ্যালেনজ-এ পড়েছে। এক্ষেত্রে নিজেদের বিবেকবোধকে জাগ্রত রাখা এখন জরুরী।

লন্ডন বাংলা প্রেস ক্লাব সেক্রেটারী মুহাম্মদ জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী। নির্ধারিত আলোচক হিসেবে বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাবেরই তিনজন সিনিয়র সদস্য যথাক্রমে বিবিসি-র সাবেক সাংবাদিক, দৈনিক এশিয়ান এজ-এর কলামিস্ট উদয় শংকর দাস, বিবিসি বাংলার প্রডিউসার মোয়াজ্জেম হোসেন ও চ্যানেল এস-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা. জাকি রেজওয়ানা আনোয়ার।

উদয় সংকর দাস বলেন, প্রেস ক্লাবকে ধন্যবাদ দিতে হয়, এমন একটি বিষয়কে বেছে নেয়ার জন্য। সাংবাদিকতায় মান এবং নীতিবোধ একেকটি মৌলিক বিষয়, যা আমাদের পেশাগত জীবনে দারুন প্রভাব রাখে। সব সাংবাদিক সত হবেন বা সব সাংবাদিক যথার্থ তথ্য দেবেন, এমনটি নিশ্চিত করা যায় না। তবে সাংবাদিক সততা এবং নির্ভরতার ক্ষেত্রে কোনো দুর্বলতা রাখেননি সেটিই বিবেচ্য বিষয়।

বিশেষ করে সাংবাদিকদের সূত্রের ক্ষেতে যতোটুকু সম্ভব স্বচছ থাকতে হবে। তাদেরকে স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ থাকলে সেটি আগাম পরিস্কার করতে হবে। সাংবাদিকতায় নিজের আবেগের প্রকাশ থাকবে না এমনটি উল্লেখ করে উদয় দাস বলেন, প্রিন্সেস ডায়েনার মৃত্য বিষয়ক বিবিসি রিপোর্টে তার কিছু আবেগি কাব্যময় বাক্য এডিটর বাদ দিয়ে দেন।

মোয়াজ্জেম হোসেন বিবিসি সাংবাদিকতার ক্ষেত্রেও তথ্য বিভ্রাট কী ভাবে সারা বিশ্বে হৈ চৈ ফেলে দেয় তার কিছু উদাহরণ তুলে ধরেন।  তিনি বলেন, শুধু সততা আর নৈতিকতা নয়, সাংবাদিকতায় তথ্যের যথার্থ প্রধানতম বিষয়। অত্যন্ত যত্ন নিয়ে, দায়িত্ব নিয়েই সাংবাদিকতা করতে হবে।

ডা. জাকি রেজওয়ানা আনোয়ার সাংবাদিকতার ৫টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেন। ট্রথ এন্ড একোরেসি,ইন্ডিপেনডেন্স,ফেয়ারনেস এন্ড ইমপারশিয়ালিটি এবং একাউন্টেবিলিটি ইত্যাদির কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা মালিক, সরকার বা প্রভাবশালীদের কথা বলে নিজেদের বিবেকের দায়িত্ব এড়াতে পারেননা। সবারই মনে রাখা দরকার ঝুকি ও দায়িত্ববোধের কথা মনে রেখেই সাংবাদিকতায় আসতে হবে। আর নিজেদের কাছেই জবাবদিহী হতে হবে।

৫ নভেম্বর মঙ্গলবারের অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাবেক দুই সভাপতি সৈয়দ নাহাস পাশা ও বেলাল আহমদ এবং সাবেক দুই সেক্রেটারী যথাক্রমে নজরুল ইসলাম বাসন ও আবদুস সাত্তারও উপস্থিত ছিলেন।

ধন্যবাদ বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। প্রশ্ন ও মন্তব্য পর্বে আরো অংশ নেন, দৈনিক এশিয়ান এজের নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল হাসান, টিভি প্রেজেন্টার বুলবুল হাসান,সাংবাদিক সামসুল আলম লিটন, কলামিস্ট ইমরান চৌধুরী ও সাংবাদিক মারুফ আহমদ।

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন